Sikkim

প্লাস্টিকে জায়গা নিচ্ছে বাঁশের বোতল, পথ দেখাচ্ছে এই পাহাড়ি শহর

প্রাকৃতিক সৌন্দর্যের টানে প্রতি বছর লক্ষাধিক পর্যটক আসেন লাচেন। সেই সঙ্গে ঢুকতো প্লাস্টিকের বোতল।

Advertisement

সংবাদ সংস্থা

শেষ আপডেট: ০১ মার্চ ২০২০ ১৮:৩৪
Share:

বাঁশ থেকে তৈরি জলের বোতল। ছবি: টুইটার থেকে নেওয়া।

সিকিমের একটি ছোট সুন্দর শহর পথ দেখাচ্ছে গোটা বিশ্বকে। এই শহরের প্রশাসন সিদ্ধান্ত নিয়েছে, পর্যটকরা যেন এখানে কোনও জলের প্লাস্টিক বোতল না আনেন। তাহলে জল খাবেন কী ভাবে? তার এক পরিবেশ বান্ধব উপায় বার করেছে তারা।

Advertisement

সিকিমের লাচেন শহরে ঢোকার আগে পর্যটকদের কাছে কোনও প্লাস্টিকের বোতল আছে কিনা দেখা হচ্ছে। যদি থাকে তা নির্দিষ্ট জায়গায় ফেলে দেওয়ার অনুরোধ করা হচ্ছে। তার বদলে তাঁদের হাতে তুলে দেওয়া হচ্ছে বাঁশের তৈরি জলের বোতল।

অসম থেকে এক হাজার এই বাঁশের তৈরি বোতল অনিয়েছে লাচেন প্রশাসন। প্রাকৃতিক সৌন্দর্যের টানে প্রতি বছর লক্ষাধিক পর্যটক আসেন লাচেন। সেই সঙ্গে ঢুকতো প্লাস্টিকের বোতল। যা অন্য জায়গার মতো লাচেন প্রশাসনেরও মাথা ব্যথার কারণ হয়ে দাঁড়ায়। কিন্তু লাচেন যে পদক্ষেপ করেছে তা পথপ্রদর্শক হতে পারে।

Advertisement

আরও পড়ুন: ছেড়ে যেতে হবে, তাও শাবককে একলা ফেলে যেতে চাইছে না মা হাতি!

প্লাস্টিকের বিরুদ্ধে আজ নয় অনেক আগে থেকেই পদক্ষেপ করছে সিকিম। তবে কয়েক বছর ধরেই বাঁশের বোতলের জনপ্রিয়তা বাড়ানোর চেষ্টা হচ্ছে বিভিন্ন স্তরে। তবে এর উত্পাদন খরচ সে পথে কিছুটা অন্তরায়। কারণ প্লাস্টিকের তুলনায় বাঁশের বোতল তৈরি করতে খরচ অনেকটাই বেশি। সেই খরচ কমানোর চেষ্টাও হচ্ছে।

আরও পড়ুন: মাছেদের টানটান উত্তেজনার ফুটবল ম্যাচ, দেখুন কে জিতল

আনন্দবাজার অনলাইন এখন

হোয়াট্‌সঅ্যাপেও

ফলো করুন
অন্য মাধ্যমগুলি:
আরও পড়ুন
Advertisement