দেশে করোনা আক্রান্তের সংখ্যা এক লক্ষ ছাড়াল। ছবি- পিটিআই।
লক্ষাধিক সংক্রমণের তালিকায় ঢুকে পড়ল ভারত। আক্রান্তের সংখ্যা বৃদ্ধিতে রেকর্ড হয়েছিল সোমবার। মঙ্গলবার দেশে করোনাভাইরাসে আক্রান্তের সংখ্যা এক লক্ষ ছাড়িয়ে গেল। গত জানুয়ারির শেষে ১৩৫ কোটির দেশে প্রথম করোনা আক্রান্তের হদিশ মেলে। ১৭ মে, ২০২০ পর্যন্ত বিশ্বের যে ১৮৮টি দেশে করোনাভাইরাস সংক্রমণ ছড়িয়ে পড়েছে তার মধ্যে ১১টি দেশে সংক্রমণের সংখ্যা ১ লাখ পার। ভারতে মাত্র ৪ মাসের মধ্যেই সংখ্যাটা ১ লাখে পৌঁছে গেল। অঙ্কের পরিভাষায় এই বৃদ্ধিকে বলা যায় এক্সপোনেনশিয়াল রাইজ। মার্চের শেষেও যেখানে সংখ্যাটা দেড় হাজার পেরোয়নি, সেখানে শুধু মে মাসের প্রথম তিন সপ্তাহেই সংখ্যাটা ৬৬ হাজারেরও বেশি বেড়েছে। চিনকেও ছাপিয়ে ভারত এখন আক্রান্তের সংখ্যার নিরিখে বিশ্বের প্রথম একাদশে। কী ভাবে এই জায়গায় পৌঁছল ভারতের করোনা পরিস্থতি, দেখে নিন এক ঝলকে।