Death

ধর্ষণে গর্ভবতী হয়ে পড়া কিশোরীর মৃত্যু বরেলিতে

গত বছর জুন মাসে বছর ৩০-এর এক ব্যক্তি আখ ক্ষেতে তাকে ধর্ষণ করে। হুমকি দেয় কাউকে জানালে পরিবারের সদস্যদের মেরে ফেলবে। আতঙ্কে সে বাড়িতে কিছু জানায়নি। কিন্তু ডিসেম্বরে বিষয়টি সামনে আসে।

Advertisement

সংবাদ সংস্থা

বরেলি শেষ আপডেট: ১০ জানুয়ারি ২০২১ ২২:০১
Share:

শাটারস্টক থেকে নেওয়া প্রতীকী চিত্র।

ধর্ষণের শিকার হয়ে গর্ভবতী হয়ে পড়া উত্তরপ্রদেশে বরেলির ১৫ বছরের কিশোরীর মৃত্যু হল হাসপাতালে। তার গর্ভে ৭ মাসের সন্তান ছিল। গর্ভাবস্থা-সংক্রান্ত জটিলতার কারণেই এই মৃত্যু বলে জানিয়েছেন চিকিত্সকরা। গত শনিবার রাত্রে তাকে হাসপাতালে ভর্তি করা হয়। রবিবার পুলিশ জানিয়েছে বৃহস্পতিবার ওই কিশোরীর মৃত্যু হয়েছে।

Advertisement

কিশোরীর বাবা জানিয়েছেন, ডিসেম্বরের প্রথম সপ্তাহে তাঁরা জানতে পারেন তাঁদের মেয়ে ৬ মাসের গর্ভবতী। তার পর তাঁরা মেয়ের কাছে জানতে পারেন, গত বছর জুন মাসে বছর ৩০-এর এক ব্যক্তি আখ ক্ষেতে তাকে ধর্ষণ করে। হুমকি দেয় কাউকে জানালে পরিবারের সদস্যদের মেরে ফেলবে। আতঙ্কে সে বাড়িতে কিছু জানায়নি। কিন্তু ডিসেম্বরে বিষয়টি সামনে আসে।

ওই কিশোরীর বাবা ৪ ডিসেম্বর ফতেগঞ্জ পশ্চিম থানায় একটি অভিযোগ দায়ের করেন। ৬ ডিসেম্বর অভিযুক্তকে পকসো আইনে গ্রেফতার করা হয়। পুলিশ জানিয়েছে, এই মামলায় চার্জশিটও ফাইল করা হয়েছে। কিশোরীর বাবা জেলা প্রশাসনের কাছে আবেদন করেন, তাঁর মেয়ের গর্ভপাত করানোর অনুমতি দেওয়ার জন্য। কিন্তু সেই অনুমতিও মেলেনি।

Advertisement

বরেলি জেলা হাসপাতালের এক কর্তা জানিয়েছেন, গত শনিবার ওই কিশোরীকে যখন হাসপাতালে আনা হয় তখনই তার অবস্থা যথেষ্ট খারাপ ছিল। পরে আরও অবনতি হয়। চিকিৎসকদের শত চেষ্টাতেও তাকে বাঁচানো যায়নি।

বরেলির এক সিনিয়র পুলিশ আধিকারিক রোহিত সিংহ সজ্জন জানিয়েছেন, ময়নাতদন্তে মৃত্যুর কারণ হিসেবে ইনফেকশনের কথা উল্লেখ করা হয়েছে। কিশোরীর বিসেরা সংরক্ষণ করে রাখা হয়েছে।

আনন্দবাজার অনলাইন এখন

হোয়াট্‌সঅ্যাপেও

ফলো করুন
অন্য মাধ্যমগুলি:
আরও পড়ুন
Advertisement