কাশ্মীরে সফল হরতাল

ফের হিংসা। ফের জনতা-পুলিশ সংঘর্ষ। আর তার জেরে হরতাল। দরবা চাদুরায় জঙ্গি দমন অভিযানে বাধা দিতে গিয়ে বাহিনীর গুলিতে নিহত তিন যুবকের মৃত্যু ঘিরে আজ কার্যত স্তব্ধ রইল কাশ্মীরের জনজীবন।

Advertisement

নিজস্ব সংবাদদাতা

শেষ আপডেট: ৩০ মার্চ ২০১৭ ০৩:১৫
Share:

অশান্ত: পুলিশকে লক্ষ্য করে কাঁদানে গ্যাস ছুঁড়ছে বিক্ষোভকারীরা। বুধবার শ্রীনগরে। ছবি: পিটিআই।

ফের হিংসা। ফের জনতা-পুলিশ সংঘর্ষ। আর তার জেরে হরতাল। দরবা চাদুরায় জঙ্গি দমন অভিযানে বাধা দিতে গিয়ে বাহিনীর গুলিতে নিহত তিন যুবকের মৃত্যু ঘিরে আজ কার্যত স্তব্ধ রইল কাশ্মীরের জনজীবন।

Advertisement

চাদুরায় গত কাল জঙ্গি দমন অভিযান থামাতে পাথর ছোড়ে স্থানীয় যুবকদের একাংশ। বিক্ষোভ সামলাতে শেষ পর্যন্ত গুলি চালাতে বাধ্য হয় বাহিনী। তাতে নিহত হন তিন যুবক। তার জেরে আজ উপত্যকায় হরতালের ডাক দিয়েছিল হুরিয়ত। শ্রীনগর-সহ উপত্যকার প্রায় সব প্রান্তেই বন্ধ ছিল দোকানপাট, শিক্ষা প্রতিষ্ঠান। হরতালের জেরে পরীক্ষা পিছিয়ে দিয়েছে তিনটি বিশ্ববিদ্যালয়।

দুপুরে মুখ্যমন্ত্রী মেহবুবা মুফতির বাসভবনের দিকে মিছিল করে যেতে গিয়ে আটক হন নির্দল বিধায়ক ইঞ্জিনিয়র রশিদ ও তাঁর সমর্থকরা।

Advertisement

বিচ্ছিন্নতাবাদী নেতাদের দাবি, জঙ্গি দমন অভিযানে বাধা দিলেই খতম করার নীতি নিয়েছে সেনা। সম্প্রতি এমন বাধা এলে ‘কড়া পদক্ষেপ’ করার হুঁশিয়ারি দিয়েছিলেন সেনাপ্রধান বিপিন রাওয়ত। হুরিয়তের দাবি, তখনই ঢালাও খতম করার বার্তা দিয়েছেন সেনাপ্রধান।

পুলিশ জানিয়েছে, কোথাও কার্ফু বা চলাফেরায় নিয়ন্ত্রণ জারি করা হয়নি। দরবা চাদুরায় পরিস্থিতি নিয়ন্ত্রণে রয়েছে। সিআরপিএফের ডিজি অবশ্য মেনে নিয়েছেন, পরিস্থিতি ফের জটিল হচ্ছে। চাদুরায় গত কালের সংঘর্ষে ৪৩ জন সিআরপি জওয়ান ও ২০ জন পুলিশকর্মী
আহত হয়েছেন।

আনন্দবাজার অনলাইন এখন

হোয়াট্‌সঅ্যাপেও

ফলো করুন
অন্য মাধ্যমগুলি:
আরও পড়ুন
Advertisement