Under construction

৬ কিমি দীর্ঘ নির্মীয়মাণ ফ্লাইওভারের অংশ ভেঙে পড়ল, আহত অন্তত ২

কয়েক সেকেন্ডের এদিক ওদিক হলেই ওই গাড়িটির উপরেই একটি বড় অংশ ভেঙে পড়ত। দুর্ঘটনার খবর জানিয়ে হরিয়ানার উপমুখ্যমন্ত্রী দুষ্মন্ত চৌটালা টুইট করেছেন।

Advertisement

সংবাদ সংস্থা

শেষ আপডেট: ২৩ অগস্ট ২০২০ ১৭:৪৩
Share:

গুরুগ্রামে ভেঙে পড়ল নির্মীয়মাণ ফ্লাইওভার। টুইটার থেকে নেওয়া ছবি।

গুরুগ্রামের ব্যস্ত এলাকা সোহনা-তে শনিবার রাত্রে এক নির্মীয়মাণ ফ্লাইওভার ভেঙে পড়ল। ফ্লাইওভারটি প্রায় ছ’ কিলোমিটার দীর্ঘ। তারই একটি অংশ ভেঙে পড়ে। দুর্ঘটনায় আহত হয়েছেন দু’ জন। তাঁদের উদ্ধার করে স্থানীয় হাসপাতালে নিয়ে যাওয়া হয়েছে। দুর্ঘটনার খবর পেয়েই ঘটনাস্থলে পৌঁছে যায় পুলিশ ও উদ্ধারকারী দল। গোটা এলাকাটি ঘিরে রেখেছে পুলিশ। সেই সঙ্গে উদ্ধারকারী দল, ফ্লাইওভার থেকে ভেঙে পড়া বড় বড় ব্লকগুলিকে সরিয়ে নিয়ে যাওয়ার কাজ করছে।

Advertisement

দুর্ঘটনার কিছু ভিডিয়োতে দেখা গিয়েছে, ফ্লাইওভারের যে অংশ ভেঙে পড়েছে, তার থেকে মাত্র মিটার দশেক দূরে একটি গাড়ি যাচ্ছিল। কয়েক সেকেন্ডের এদিক ওদিক হলেই ওই গাড়িটির উপরেই একটি বড় অংশ ভেঙে পড়ত। দুর্ঘটনার খবর জানিয়ে হরিয়ানার উপমুখ্যমন্ত্রী দুষ্মন্ত চৌটালা টুইট করেছেন।

লাগাতার কয়েক দিন ধরে বৃষ্টি পড়ছে গুরুগ্রাম এলাকায়। জলে বেশ কিছু এলাকা অবরুদ্ধ হয়ে রয়েছে। এর মাঝে সোহনা রোডে এমন দুর্ঘটনা আরও সমস্যা তৈরি করেছে। দুর্ঘটনার কারণ খতিয়ে দেখছে প্রশাসন।

Advertisement

আরও পড়ুন: ‘নিনজাদের ঘর’ থেকে মাত্র ৩ মিনিটে ৭ লাখ টাকা সাফ করে দিল চোরেরা!

আরও পড়ুন: ঘোড়ায় চড়ার মতো হোয়েল শার্কের পিঠে উঠে পড়লেন যুবক, ভাইরাল ভিডিয়ো

আনন্দবাজার অনলাইন এখন

হোয়াট্‌সঅ্যাপেও

ফলো করুন
অন্য মাধ্যমগুলি:
আরও পড়ুন
Advertisement