গ্রাফিক: শৌভিক দেবনাথ
মধ্যপ্রদেশের পর এ বার উত্তরপ্রদেশের যোগী সরকার ‘লভ জিহাদ’-এর বিরুদ্ধে কড়া আইনের প্রস্তাব আনতে চলেছে। সে রাজ্যের স্বরাষ্ট্র দফতর ইতিমধ্যে আইন দফতরকে এই বিষয়ে একটি প্রস্তাব পাঠিয়েছে। শুক্রবার সংবাদ সংস্থার রিপোর্টে এই তথ্য সামনে এসেছে।
উত্তর ভারতে ‘লভ জিহাদ’-এর প্রসঙ্গ বার বার সামনে তুলে এনেছে বিজেপি। সেই ইস্যুকে মাথায় রেখেই মধ্যপ্রদেশে শিবরাজ সিংহ চৌহান সরকার জানিয়েছিল, আর কয়েক দিনের মধ্যেই এই বিষযে কড়া আইন আনতে চলেছে তারা। মধ্যপ্রদেশের স্বরাষ্ট্র দফতরের মন্ত্রী নরোত্তম মিশ্র জানিয়েছিলেন, ‘লভ জিহাদ’ রুখতে যে আইন আনা হবে, তাতে অভিযুক্তের কারাদণ্ড তো হতেই পারে, পাশাপাশি জামিন অযোগ্য ধারায় মামলা রুজু হবে।
নরোত্তম মিশ্র আরও ঘোষণা করেন, ‘‘বিলটির নাম দেওয়া হচ্ছে ‘মধ্যপ্রদেশ ফ্রিডম অব রিলিজিয়ন বিল ২০২০’। এর মাধ্যমে অভিযুক্তের ৫ বছর পর্যন্ত সশ্রম কারাদণ্ড হতে পারে। পাশাপাশি, এটিকে জামিন অযোগ্য ধারা হিসাবেও প্রতিষ্ঠা দিতে চাইছে সরকার।’’
আরও পড়ুন: ৩ মাসেই দেশে মিলবে অক্সফোর্ড টিকা, ১ হাজার টাকার মধ্যে
তার আগে হরিয়ানার স্বরাষ্ট্র মন্ত্রী অনিল ভিজ ঘোষণা করেন, সেখানেও একটি বিশেষ কমিটি তৈরি করা হয়েছে ‘লভ জিহাদ’-এর বিরুদ্ধে কঠোর আইনের খসড়া তৈরি করার জন্য। তিনি আরও জানান, বিবাহের মাধ্যমে ধর্মান্তকরণে যুক্ত কারওর বিরুদ্ধে অভিযোগ এলে তাকে কঠোর থেকে কঠোরতর সাজা যাতে দেওয়া যায়, সেই বিষয়েও খেয়াল রাখা হবে। ফলে বলা চলে, একে একে বিজেপি শাসিত রাজ্যগুলি একই পথে ভিন্ন ধর্মে বিবাহের বিষয়টি নিয়ে আইনের পথে হাঁটছে।
আরও পড়ুন: ডেথ সার্টিফিকেট লিখবে কে, করোনা আবহে বাড়ছে বিপাক