Iphone theft in Vrindavan

বৃন্দাবনে চুরি গিয়েছিল আইফোন, চোর সেই ফোন ফিরিয়েও দিল! কীসের বিনিময়ে?

Advertisement

আনন্দবাজার অনলাইন ডেস্ক

শেষ আপডেট: ১৬ জানুয়ারি ২০২৪ ২১:৩৩
Share:

—ফাইল চিত্র।

আর একটু হলেই হার্ট অ্যাটাক হত! বৃন্দাবনে পুজো দিতে গিয়েছিলেন এক যুবক। পুজো থালা নিয়ে হেঁটে যাওয়ার পথেই তাঁর হাত থেকে কয়েক কোটির আইফোন চুরি করে নিয়ে পালায় এক হনুমান! সোজা চলে যায় নাগালের বাইরে। তবে তার পর যা হয়, সেই ঘটনারই একটি ভিডিয়ো ভাইরাল হয়ে ছড়িয়ে পড়েছে।

Advertisement

ভিডিয়োয় দেখা গিয়েছে ‘চোর’ ওই আই ফোন বহু সাধ্য সাধনার পরেও ফেরত দিতে রাজি হচ্ছে না। বিশ মানুষ উঁচু পাঁচিলের মাথায় গিয়ে বসেছে সে। আর নীচে দাঁড়িয়ে কাকুতি মিনতি করছেন ওই যুবক।

শেষ পর্যন্ত কী হয়? সেখানেই চমক। ‘চোর’ ফেরত দিয়ে দেয় ওই মোবাইলটি। কী ভাবে ফেরত দিল সেই দৃশ্য রেকর্ড হয়েছে ক্যামেরায়। সেখানে স্পষ্ট দেখা যাচ্ছে হনুমানকে নীচ থেকে একটি ফ্রুটির প্যাকেট ছুড়ে দিচ্ছেন যুবক। সেই প্যাকেট হাতে পেয়েই মোবাইলটা নীচে ফেলে দিচ্ছে হনুমান। কোনও রকমে এগিয়ে গিয়ে নিজের হৃৎপিণ্ডের মতো দামি ফোনটিকে লুফে নিচ্ছেন যুবক। এই ভিডিয়োটিই ভাইরাল হয়েছে।

Advertisement

অনেকেই বলছেন, ফ্রুটিতে তবে চোরেরও মন গলে!

আনন্দবাজার অনলাইন এখন

হোয়াট্‌সঅ্যাপেও

ফলো করুন
অন্য মাধ্যমগুলি:
আরও পড়ুন
Advertisement