Kerala Incident

শ্বশুরের ৪০ লক্ষ টাকা খরচ করেন জামাই,পরে সাজান ডাকাতির গল্প! কী ভাবে ফাঁস পরিকল্পনা

অভিযুক্তকে গ্রেফতার করেছে কোঝিকোড় সিটি পুলিশ। এ ছাড়াও, অভিযুক্তকে সহযোগিতা করার অভিযোগেও আরও দু’জনকে গ্রেফতার করা হয়েছে।

Advertisement

আনন্দবাজার ডট কম ডেস্ক

শেষ আপডেট: ২৪ মার্চ ২০২৫ ১৫:৪৮
Share:
A man\\\\\\\'s Rs 40 lakh fake robbery stunt to hide fund misuse in Kerala

—প্রতিনিধিত্বমূলক চিত্র।

শ্বশুরের দেওয়া ৪০ লক্ষ টাকা নয়ছয়ের ঘটনা চাপা দিতে ডাকাতির ছক কষলেন কেরলের এক ব্যক্তি! পুলিশি তদন্তে উঠে এসেছে এমনই তথ্য। তার পরই অভিযুক্তকে গ্রেফতার করল কোঝিকোড় সিটি পুলিশ। এ ছাড়াও, অভিযুক্তকে সহযোগিতা করার অভিযোগেও আরও দু’জনকে গ্রেফতার করা হয়েছে।

Advertisement

পুলিশ সূত্রে খবর, গত ২০ মার্চ পিএম রহিস থানায় অভিযোগ দায়ের করে জানান, পুভাত্তুপারাম্বা এলাকার একটি বেসরকারি হাসপাতালে তাঁর গাড়ি রাখার সময় কয়েক জন দুষ্কৃতী হামলা চালায়। তাঁর কাছে থাকা ৪০ লক্ষ ২৫ হাজার টাকা চুরি করে পালায় তারা। তিনি আরও জানান, ওই টাকা তাঁর নয়। এক আত্মীয় তাঁকে ওই টাকা তাঁর কাছে রাখতে দিয়েছিলেন।

তদন্তে নেমে পুলিশ ওই হাসপাতালের পার্কিংয়ের সিসিটিভি ফুটেজ খতিয়ে দেখে। প্রাথমিক ভাবে রহিসের অভিযোগের সত্যতা মেলে। ফুটেজে দেখা যায়, হেলমেট পরা দুই ব্যক্তি একটি স্কুটারে করে এসে রহিসের গাড়ির কাচ ভেঙে একটি ব্যাগ নিয়ে পালান। তদন্তে পুলিশ জানতে পারে ওই স্কুটারের নম্বরপ্লেটটি ভুয়ো। পরে সাজিদ এবং জামশিদ নামে দুই ব্যক্তিকে গ্রেফতার করে পুলিশ। তাঁদের জিজ্ঞাসাবাদ করে বেরিয়ে আসে আসল গল্প।

Advertisement

পুলিশকে দুই অভিযুক্ত জানান, তাঁরা যে ব্যাগটি নিয়ে গিয়েছিলেন তাতে কোনও নগদ ছিল না। ছিল একটা ফাঁকা বাক্স। তখনই সন্দেহ হয় রহিসের উপর। তাঁকে আটক করে জিজ্ঞাসাবাদ করে পুলিশ। জানতে যায়, রহিসের শ্বশুর বেঙ্গালুরুর এক কোম্পানিতে ম্যানেজারের কাজ করেন। সেই কোম্পানির শাখা অফিসগুলির জন্য বরাদ্দ ৪০ লক্ষ টাকা তিনি তাঁর জামাইয়ের কাছে রাখতে দিয়েছিলেন। সেই টাকা ব্যক্তিগত কাজে খরচ করে ফেলেন রহিস। তার পরই তাঁর মনে ভয় দেখা যায়। তদন্ত এড়াতেই ডাকাতির ছক কষেন রহিস। তবে শেষরক্ষা হয়নি।

আনন্দবাজার অনলাইন এখন

হোয়াট্‌সঅ্যাপেও

ফলো করুন
অন্য মাধ্যমগুলি:
আরও পড়ুন
Advertisement