COVID-19

কোভিড থেকে সুস্থ হতে খেলেন কেরোসিন! মৃত ভোপালের ব্যক্তি

মৃত্যুর পর ওই ব্যক্তির কোভিড পরীক্ষা করা হয়ছিল। সেই ফল নেগেটিভ এসেছে বলে জানা গিয়েছে।

Advertisement

সংবাদ সংস্থা

ভোপাল শেষ আপডেট: ১৮ মে ২০২১ ১৭:৩৪
Share:

প্রতীকী ছবি।

মধ্যপ্রদেশের ভোপালের এক ব্যক্তির বেশ কয়েকদিন ধরে জ্বর ছিল। ভেবেছিলেন করোনাভাইরাসে আক্রান্ত হয়েছেন তিনি। কোভিডে আক্রান্ত হওয়ার ভয় একটু বেশিই জাঁকিয়ে বসেছিল তাঁর মনে। এই পরিস্থিতি কাটাতে এক বন্ধু তাঁকে কেরোসিন খাওয়ার পরামর্শ দেন। সেই পরামর্শ মতো কোভিড থেকে সুস্থ হতে কেরোসিন খেয়েছিলেন। তার জেরেই মৃত্যু হয়েছে ওই ব্যক্তির। যদিও মৃত্যুর পর ওই ব্যক্তির কোভিড পরীক্ষা করা হয়ছিল। সেই ফল নেগেটিভ এসেছে বলে জানা গিয়েছে।

Advertisement

করোনা সারাতে কেরোসিন খেয়ে মৃত ওই ব্যক্তির নাম মহেন্দ্র (৩০)। ভোপালের অশোক গার্ডেন এলাকার বাসিন্দা তিনি। দর্জির কাজ করতেন। বন্ধুদের আড্ডায় তিনি শুনেছিলেন কেরোসিন খেলে সহজে কোভিড থেকে সুস্থ হওয়া যায়। সেই কথা বিশ্বাস করেই মহেন্দ্র খেয়েছিলেন কেরোসিন। তার পরই অবস্থার অবনতি হয় তাঁর। পরিবারের লোক তাঁকে নিকটস্থ একটি বেসরকারি হাসপাতালে ভর্তি করা হয়। সেখান থেকে অন্য একটি হাসপাতালে স্থানান্তরিত করা হয়েছিল তাঁকে। ওই হাসপাতালেই মৃত্যু হয় তাঁর।

আনন্দবাজার অনলাইন এখন

হোয়াট্‌সঅ্যাপেও

ফলো করুন
অন্য মাধ্যমগুলি:
আরও পড়ুন
Advertisement