arrest

মহিলা সহযাত্রীর উপর হামলা, মুম্বই থেকে ঠাণে যাওয়ার পথে চলন্ত ট্রেনে আক্রমণ

অভিযোগকারিণীর দাবি, তিনি কর্নাটকের কুন্ডাপুর থেকে ট্রেনে উঠেছিলেন। তাঁর গন্তব্য ছিল, মুম্বইয়ের ছত্রপতি মহারাজ শিবাজি টার্মিনাস। সেই ট্রেনেই তাঁর উপর হামলা চালানো হয় বলে অভিযোগ।

Advertisement

আনন্দবাজার অনলাইন ডেস্ক

শেষ আপডেট: ১৩ মে ২০২৩ ১৩:৩৮
Share:

ছিনতাইকারী গ্রেফতার। প্রতীকী চিত্র।

মহিলা সহযাত্রীর শ্লীলতাহানি, তাঁর উপর আক্রমণ এবং ছিনতাইয়ের অভিযোগে গ্রেফতার করা হল এক যুবককে। মুম্বই থেকে ঠাণেগামী একটি দূরপাল্লার ট্রেনে এই ঘটনা ঘটেছে শনিবার। ধৃতকে জিজ্ঞাসাবাদ করা হচ্ছে।

Advertisement

অভিযোগকারিণীর দাবি, তিনি কর্নাটকের কুন্ডাপুর থেকে ট্রেনে উঠেছিলেন। তাঁর গন্তব্য ছিল, মুম্বইয়ের ছত্রপতি মহারাজ শিবাজি টার্মিনাস। সেই ট্রেনেই তাঁর উপর হামলা চালানো হয় বলে অভিযোগ। ওই মহিলার দাবি, অভিযুক্ত যুবক ঠাণে থেকে ওই ট্রেনে উঠেছিলেন শুক্রবার সকালে। ট্রেন চলতে শুরু করলে ওই যুবক তাঁর গয়না ধরে টানেন বলে অভিযোগ।

রেলপুলিশ সূত্রে জানা গিয়েছে, ওই মহিলার গয়না ছিনিয়ে নিয়ে কাঞ্জুরমার্গ এলাকায় ট্রেন থেকে ঝাঁপ দেন ওই যুবক। আরও জানা গিয়েছে, নভি মুম্বই এলাকা থেকে শুক্রবার রাতে ওই যুবককে গ্রেফতার করে পুলিশ। ওই যুবক দাগি অপরাধী বলেও রেলপুলিশ আধিকারিকদের দাবি।

Advertisement

আনন্দবাজার অনলাইন এখন

হোয়াট্‌সঅ্যাপেও

ফলো করুন
অন্য মাধ্যমগুলি:
আরও পড়ুন
Advertisement