Man allegedly molesting women

রেল ওভারব্রিজে জোর করে চুম্বন যুবতীদের, নজরদারি ক্যামেরায় ধরা পড়ল যুবকের কুকীর্তি!

পুলিশ জানিয়েছে, তারা অপেক্ষা করছে শ্লীলতাহানির কোনও অভিযোগ দায়ের হওয়ার। শেষ যে ঘটনার ভিডিয়ো সামনে এসেছে সেটি ২৫ জানুয়ারি মাটুঙ্গা স্টেশনের।

Advertisement

সংবাদ সংস্থা

শেষ আপডেট: ০৬ ফেব্রুয়ারি ২০২০ ১৮:১৯
Share:

মাটুঙ্গা স্টেশনে শ্লীলতাহানি। ছবি: টুইটার থেকে নেওয়া।

রাতের বেলা ফাঁকা ওভারব্রিজে এক যুবতীকে পিছন থেকে এসে চুম্বন করে পালিয়ে যাচ্ছেন এক যুবক। আর ভয়ে ওই যুবতী বার বার পিছন ফিরে দেখছেন। এমনই একটি ভিডিয়ো ছড়িয়ে পড়েছে সোশ্যাল মিডিয়ায়। শ্লীলতাহানির এই ঘটনা মাটুঙ্গা রেল স্টেশনে হয়েছে বলে জানিয়েছে পুলিশ

Advertisement

মুম্বইয়ের মাটুঙ্গা স্টেশনে এমন ঘটনা নজরদারি ক্যামেরায় ধরা পড়েছে। পুলিশের তরফে জানানো হয়েছে, এই দুষ্কৃতী একাধিকবার এমন কুকর্ম করেছেন। যেখানে মহিলাদের আপত্তিজনক ভাবে ছোঁয়া বা জড়িয়ে ধরে চুম্বন করার ঘটনা ঘটেছে। তবে মাটুঙ্গা থানার তরফে জানানো হয়েছে, ওই যুবকের বিরুদ্ধে শ্লীলতাহানির কোনও অভিযোগ এখনও দায়ের করেননি কোনও মহিলা।

অভিযোগ দায়ের না হলেও তার পরিচয় পেয়ে গিয়েছে পুলিশ। আসলে চুরি, পকেটমারির অভিযোগে গ্রেফতার হয়েছিলেন এক যুবক। তদন্তকারীরাতাঁকে জেরা করেন। অন্য কোনও অপরাধের সঙ্গে জড়িয়ে আছেন কিনা, খতিয়ে দেখার চেষ্টা চলে। তখনই নজরাদারি ক্যামেরার ওই ফুটেজগুলির সঙ্গে মিলিয়ে দেখা হয় যুবকের ছবি।বুঝতে পারেন এই ‘চোরই’ করেছেন‘শ্লীলতাহানি’। চুরির মামলায় তাঁকে আদালতে তোলা হয়, এখন জামিনে মুক্ত।

Advertisement

আরও পড়ুন: স্ত্রীর অ্যাকাউন্টে ৩০ কোটি, অজ্ঞান হওয়ার জোগাড় সাধারণ ফুল ব্যবসায়ীর!

আরও পড়ুন: নুসরতের কোমরের নীচে উঁকি দিচ্ছে ট্যাটু

পুলিশ জানিয়েছে, তারা অপেক্ষা করছে শ্লীলতাহানির কোনও অভিযোগ দায়ের হওয়ার। শেষ যে ঘটনার ভিডিয়ো সামনে এসেছে সেটি ২৫ জানুয়ারি মাটুঙ্গা স্টেশনের।

দেখুন সেই ভিডিয়ো:

আনন্দবাজার অনলাইন এখন

হোয়াট্‌সঅ্যাপেও

ফলো করুন
অন্য মাধ্যমগুলি:
আরও পড়ুন
Advertisement