Crime in Chhattisgarh

পোষ্য কিনতে ২০০ টাকা চান, না দেওয়ায় হাতুড়ি দিয়ে মাকে পিটিয়ে খুন করলেন পুত্র! পলাতক অভিযুক্ত

রায়পুরের বাসিন্দা ৪৫ বছর বয়সি প্রদীপ দেওয়াঙ্গন, তাঁর মায়ের কাছে কুকুর কেনার জন্য ২০০ টাকা চান। তবে সেই টাকা দিতে চাননি প্রদীপের মা। এই নিয়ে দু’জনের মধ্যে তর্কাতর্কি শুরু হয়।

Advertisement

আনন্দবাজার ডট কম ডেস্ক

শেষ আপডেট: ১৮ এপ্রিল ২০২৫ ২০:৫৫
Share:
A man accused of beating mother to death with hammer after argument over pet purchase

এই ধরনের খবরের ক্ষেত্রে আসল ছবি প্রকাশে আইনি নিষেধাজ্ঞা থাকে। —প্রতিনিধিত্বমূলক চিত্র।

পোষ্য কিনতে মায়ের কাছে ২০০ টাকা চেয়েছিলেন। কিন্তু তা দিতে অস্বীকার করায় মাকে হাতুড়ি দিয়ে পিটিয়ে খুন করার অভিযোগ উঠল ছত্তীসগঢ়ের এক ব্যক্তির বিরুদ্ধে। শুধু তা-ই নয়, বাধা দিতে এসে আক্রান্ত হন তাঁর স্ত্রীও।

Advertisement

ঘটনাটি ঘটেছে ছত্তীসগঢ়ের রায়পুরে। সংবাদমাধ্যম সূত্রে খবর, রায়পুরের বাসিন্দা ৪৫ বছর বয়সি প্রদীপ দেওয়াঙ্গন, তাঁর মায়ের কাছে কুকুর কেনার জন্য ২০০ টাকা চান। তবে সেই টাকা দিতে চাননি প্রদীপের মা। এই নিয়ে দু’জনের মধ্যে তর্কাতর্কি শুরু হয়। বচসার মাঝেই আচমকা মায়ের উপর চড়াও হন প্রদীপ। অভিযোগ, মাকে হাতুড়ি দিয়ে পেটাতে শুরু করেন তিনি। রক্তাক্ত অবস্থায় ঘরের মেঝেতে পড়ে যান প্রদীপের মা। স্বামীকে আটকাতে যান প্রদীপের স্ত্রী। স্বামীর আক্রোশ থেকে রেহাই পান না তিনিও। গুরুতর জখম হন।

বাড়িতে অশান্তি শুরু হতেই ভয়ে চিৎকার শুরু করে প্রদীপের পুত্র। সাহায্য চাইতে বাড়ির বাইরে চলে আসে ১৫ বছর বয়সি কিশোর। তার থেকে সব কিছু শুনে প্রদীপের বাড়িতে যান প্রতিবেশীরা। তাঁরাই পুলিশকে খবর দেন। পুলিশ আসার আগেই বাড়ি ছেড়ে পালান প্রদীপ। পুলিশ এসে জখম দুই মহিলাকে উদ্ধার করে হাসপাতালে নিয়ে যায়। তবে চিকিৎসাধীন অবস্থায় মৃত্যু হয় প্রদীপের মায়ের।

Advertisement

স্থানীয়দের দাবি, প্রদীপ প্রায়ই মদ্যপান করে বাড়িতে আসতেন। অশান্তি করতেন পরিবারের সঙ্গে। বাড়িতে তাঁর স্ত্রী এবং মায়ের সঙ্গে ঝগড়া করতেন। পুলিশ ঘটনার তদন্ত শুরু করেছে। খোঁজ চলছে অভিযুক্তের।

আনন্দবাজার অনলাইন এখন

হোয়াট্‌সঅ্যাপেও

ফলো করুন
অন্য মাধ্যমগুলি:
আরও পড়ুন
Advertisement