JNU Professor Sacked

জাপানি দূতাবাসের আধিকারিককে যৌন হেনস্থার অভিযোগ, তাড়ানো হল জেএনইউ-এর অধ্যাপককে

জাপানি দূতাবাসের এক আধিকারিককে যৌন হেনস্থার অভিযোগ। দিল্লির জওহরলাল নেহরু বিশ্ববিদ্যালয় (জেএনইউ)-এর এক প্রবীণ অধ্যাপককে তাড়িয়ে দিলেন কর্তৃপক্ষ।

Advertisement

আনন্দবাজার ডট কম ডেস্ক

শেষ আপডেট: ১৮ এপ্রিল ২০২৫ ১৬:৩৬
Share:
যৌন হেনস্থার অভিযোগে চাকরি খোয়ালেন জেএনইউ-এর অধ্যাপক।

যৌন হেনস্থার অভিযোগে চাকরি খোয়ালেন জেএনইউ-এর অধ্যাপক। —প্রতীকী চিত্র।

জাপানি দূতাবাসের এক আধিকারিককে যৌন হেনস্থার অভিযোগ। দিল্লির জওহরলাল নেহরু বিশ্ববিদ্যালয় (জেএনইউ)-এর এক প্রবীণ অধ্যাপককে তাড়িয়ে দিলেন কর্তৃপক্ষ। একাধিক সংবাদমাধ্যমের প্রতিবেদন অনুসারে, আন্তর্জাতিক রাজনীতি বিভাগের ওই প্রবীণ অধ্যাপক আগামী বছরই অবসর নিতেন।

Advertisement

একাধিক প্রতিবেদনে এ-ও বলা হয়েছে যে, জাপানি দূতাবাসের ওই আধিকারিক বিশ্ববিদ্যালয়ের অভ্যন্তরীণ অভিযোগ কমিটিকে (আইসিসি) প্রথম এই বিষয়ে অবহিত করেন। অভিযোগের স্বপক্ষে ওই অধ্যাপকের সঙ্গে তাঁর ফোনে কী কথা হয়েছে, তার রেকর্ডিং ওই কমিটির কাছে জমা দেন অভিযোগকারিণী।

প্রাথমিক ভাবে জানা গিয়েছে, গবেষণামূলক কোনও কাজের সূত্রেই ওই অধ্যাপকের সঙ্গে আলাপ হয় অভিযোগকারিণীর। অধ্যাপকের বিরুদ্ধে যৌন হেনস্থার অভিযোগ তুলে বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ এবং ভারতের বিদেশ মন্ত্রকের কাছে নালিশ ঠোকেন আদতে জাপানের বাসিন্দা ওই মহিলা।

Advertisement

অভিযোগ পাওয়ার পরেই নড়েচড়ে বসেন বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ। অভিযোগ খতিয়ে দেখার পর বিশ্ববিদ্যালয়ের এগ্‌জ়িকিউটিভ কাউন্সিল ওই অধ্যাপককে বরখাস্ত করার সিদ্ধান্ত নেয়। সংবাদ সংস্থা পিটিআইকে জেএনইউ-র উপাচার্য শান্তিশ্রী ডি পণ্ডিত বলেন, “আমাদের ক্যাম্পাসে যৌন হেনস্থা, শোষণ এবং দুর্নীতির কোনও স্থান নেই।” বিশ্ববিদ্যালয়ের পড়ুয়াদের একটি সূত্রে জানা গিয়েছে, ওই অধ্যাপকের বিরুদ্ধে আগেও একাধিক অভিযোগ উঠেছে। তাঁর একাধিক কাজে মহিলারা অস্বস্তিতে পড়েছেন বলেও দাবি একাংশের।

আনন্দবাজার অনলাইন এখন

হোয়াট্‌সঅ্যাপেও

ফলো করুন
অন্য মাধ্যমগুলি:
আরও পড়ুন
Advertisement