ছবি টুইটার।
আচমকা হুড়মুড়িয়ে ভেঙে পড়ল চার তলা বাড়ি। হিমাচল প্রদেশের শিমলার চোপাল শহরে এই ঘটনা ঘটেছে।
সংবাদ সংস্থা সূত্রে খবর, এই ঘটনায় কেউ হতাহত হননি। শনিবার দুপুর ১২টা নাগাদ ভেঙে পড়ে ওই বাড়িটি। এর জেরে প্রায় দু’কোটি টাকার ক্ষতি হয়েছে। ভেঙে পড়ার আগে বহুতলটি ফাঁকা করে দেওয়া হয়েছিল। সে কারণেই প্রাণহানি এড়ানো গিয়েছে বলে মনে করছে প্রশাসন।
খবর পেয়েই ঘটনাস্থলে যান পুলিশ ও জেলা প্রশাসনের আধিকারিকরা। ওই বহুতলে একটি ধাবা, মদের দোকান ও দু'টি ব্যাঙ্ক ছিল। কী কারণে বাড়িটি ভেঙে পড়ল, তা এখনও স্পষ্ট নয়। বাড়ির মালিক, ধাবা ও মদের দোকানের মালিককে ১৫ হাজার টাকা করে আর্থিক সাহায্য প্রদানের কথা ঘোষণা করেছে জেলা প্রশাসন।