Dalitn Girl

এ বার বিহারে ‘ধর্ষিত’ হয়ে আত্মহত্যা দলিত কিশোরীর

ঘটনায় চার জনের বিরুদ্ধে এফআইআর দায়ের করেছে কিশোরীর পরিবার।

Advertisement

সংবাদ সংস্থা

পটনা শেষ আপডেট: ০৩ অক্টোবর ২০২০ ১৪:৩৬
Share:

প্রতীকী ছবি।

হাথরস কাণ্ডে তোলপাড় দেশ। এর মাঝেই বিহারের গয়ায় ধর্ষিত হয়ে দলিত কিশোরীর আত্মহত্যার অভিযোগ উঠল। ওই ঘটনায় চার জনের বিরুদ্ধে এফআইআর দায়ের করা হয়েছে। রাজ্যে বিধানসভা ভোটের মুখে এমন ঘটনা প্রকাশ্যে আসায় কিছুটা চাপে পড়ে গিয়েছে নীতীশ কুমার সরকার।

Advertisement

পুলিশ সূত্রে জানা গিয়েছে, ওই নাবালিকার বাবা-মা ৪ জনের বিরুদ্ধে অভিযোগ দায়ের করেছেন। অভিযুক্তদের মধ্যে ৩ জনের নাম জানা গিয়েছে। তারা হল, রাহুল কুমার, চিন্টু কুমার এবং চন্দন কুমার। বাকি চতুর্থ জনের পরিচয় এখনও জানা যায়নি। ঘটনার তদন্ত শুরু করেছে পুলিশ। এনডিটিভি সূত্রে খবর, গয়া মেডিক্যাল কলেজ হাসপাতালে নাবালিকার দেহের ময়নাতদন্ত হয়েছে। তবে তার রিপোর্ট এখনও তদন্তকারী দলের হাতে আসেনি।

বিহারে বিধানসভা নির্বাচনের ভোটের মুখে এই ঘটনা এখন বিরোধীদের কাছে রাজনৈতিক হাতিয়ার উঠেছে। ভোটের মুখে ওই ঘটনা কংগ্রেস এবং রাষ্ট্রীয় জনতা দল (আরজেডি)-এর কাছে রাজনৈতিক হাতিয়ার হয়ে উঠল বলেই মনে করছেন রাজনৈতিক বিশেষজ্ঞরা।

Advertisement

আরও পড়ুন: ছত্তীসগঢ়ের বিজাপুরে দলীয় ক্যাডারদের হাতেই খুন মাওবাদী নেতা, দাবি পুলিশের

আরও পড়ুন: সুশান্ত সিংহ রাজপুত আত্মহত্যা করেন, তাঁকে খুন করা হয়নি: সুধীর গুপ্ত, এইমস

আনন্দবাজার অনলাইন এখন

হোয়াট্‌সঅ্যাপেও

ফলো করুন
অন্য মাধ্যমগুলি:
আরও পড়ুন
Advertisement