ভাই পড়াশোনায় মন দিচ্ছেন না, মনে হয়েছিল দাদার।
পড়াশোনায় অমনোযোগী ভাইকে শাসন করতে চেয়েছিলেন দাদা। সেই শাসনের আতিশয্যেই মৃত্যু হল ২১ বছরের এক কলেজ পড়ুয়ার। লোহার রড দিয়ে অমানবিক মারধরে গুরুতর জখম হয় সে। পরে হাসপাতালে নিয়ে যাওয়া হলে তাঁকে মৃত বলে ঘোষণা করেন চিকিৎসকেরা।
সোমবার ঘটনাটি ঘটেছে ওড়িশার ভুবনেশ্বরে। নিহত কলেজ ছাত্রের নাম রাজমোহন সেনাপতি। নয়াগড়ের বাসিন্দা রাজমোহন পড়াশোনায় মেধাবী এবং এক সঙ্গে দু’টি বিষয়ে স্নাতক স্তরের পড়াশোনা করছিলেন। এক দিকে জুলজি নিয়ে বিএসসির পাঠ্যক্রম নিচ্ছিলেন তিনি। অন্য দিকে এডুকেশন নিয়ে বিএ-ও পড়ছিলেন। কিন্তু তার পরও রাজমোহনের দাদা বিশ্বমোহনের মনে হয়, তাঁর ভাই পড়াশোনায় কম সময় ব্যয় করছেন। বদলে পরিবারের কষ্টার্জিত অর্থ তিনি বিলাসবহুল জীবনযাপনে খরচ করছেন।
এই ধারণা থেকেই সোমবার একটি লোহার পাইপ নিয়ে ভাইকে মারধর করেন বিশ্বমোহন। তাতেই গুরুতর জখম হন তাঁর ভাই। পরে হাসপাতালে নিয়ে যাওয়া হলে তাঁকে মৃত বলে ঘোষণা করা হয়। পুলিশ ঘটনাটির দু’দিন পর খবর পেলে বিশ্বমোহনকে গ্রেফতার করে। তাঁকে ভারতীয় দণ্ডবিধির ৩০২ ধারায় গ্রেফতার করা হয়।
পুলিশ জানিয়েছে, বিশ্বমোহন নিজেও পড়াশোনায় মেধাবী। সম্প্রতিই তিনি ভাল নম্বর নিয়ে তাঁর এমবিএ সম্পূর্ণ করেছেন। সম্প্রতি ব্যাঙ্কিংয়ের পরীক্ষা দিয়েও সফল হয়েছিলেন বিশ্বমোহন।