এই ধরনের খবরের ক্ষেত্রে আসল ছবি প্রকাশে আইনি নিষেধাজ্ঞা থাকে। —প্রতিনিধিত্বমূলক চিত্র।
স্থানীয় সুদের ব্যবসায়ীদের দাবি মতো এক কোটি টাকা না দেওয়ায় নিজের কাফে-র সামনেই আক্রান্ত হলেন হরিয়ানার রোহতকের এক ব্যবসায়ী। তাঁর অভিযোগ, পুলিশকে বিষয়টি জানানো হলেও তারা কোনও পদক্ষেপ করেনি। এই ঘটনার জেরে হরিয়ানা পুলিশের ভূমিকা নিয়ে প্রশ্ন তুলেছেন বিরোধীরা।
রোহতকের সুনারিয়া গ্রামের কাফে মালিক যশমিত সিংহের দাবি, স্থানীয় সুদের ব্যবসায়ীদের থেকে তিনি এক বার ৩৫ লক্ষ টাকা নিজের প্রয়োজনে ধার নিয়েছিলেন। তার পরে ওই সুদের ব্যবসায়ীদের দাবি মতো বাড়তি ১৫ লক্ষ টাকা মিলিয়ে মোট ৫০ লক্ষ টাকা শোধও করে দিয়েছিলেন। কিন্তু তার পর থেকে তাঁকে আরও এক কোটি টাকা দেওয়ার জন্য চাপ দিতে থাকে সুদের ব্যবসায়ীরা। এর আগে এক বার দুষ্কৃতীদের দিয়ে তাঁর শ্যালককে তুলে নিয়ে গিয়ে ওই ব্যবসায়ীরা মারধর করিয়েছিল বলেও অভিযোগ।
যশমিতের অভিযোগ, গত শুক্রবার রাতে সুদের ব্যবসায়ীদের পাঠানো তিন যুবক লাঠিসোঁটা নিয়ে তাঁর কাফেতে ঢুকে হামলা চালায়। তাঁকে বেধড়ক মারধরও করা হয়। সেই ঘটনার সিসিটিভি ফুটেজ তিনি পুলিশকে দিলেও তারা কোনও পদক্ষেপ করেনি বলে অভিযোগ যশমিতের। এমনকি তাঁর ডাক্তারি পরীক্ষাও না করে তাঁকেই ডাক্তারদের কাছে যেতে বলে পুলিশ। স্থানীয় ব্যবসায়ীদের একাংশের অভিযোগ, এই সব সুদের কারবারিদের সঙ্গে পুলিশ এবং শাসক দলের ঘনিষ্ঠ যোগ রয়েছে। ফলে এক বার এদের কাছ থেকে টাকা নিলে দফায় দফায় অনেক বেশি টাকা শোধ করতে হয় ব্যবসায়ীদের। পুলিশ এবং প্রশাসন সব জেনেও পদক্ষেপ করে না বলেই অভিযোগ তাঁদের।