Arrest

ভারত-নেপাল সীমান্তের কাছে ধৃত ‘লেডি ডন’

গত ১৮ জুন রাত সাড়ে ৯টা নাগাদ রাজৌরি গার্ডেনের একটি ফাস্ট ফুডের দোকানে বসে থাকা বছর ২৬-এর আমান জুনকে গুলিতে ঝাঁঝরা করে দিয়েছিল অজ্ঞাতপরিচয় তিন বন্দুকবাজ। ঘটনাস্থলেই মৃত্যু হয় আমানের।

Advertisement

সংবাদ সংস্থা

শেষ আপডেট: ২৭ অক্টোবর ২০২৪ ০৯:৩৫
Share:

— প্রতীকী চিত্র।

ফাস্ট ফুড দোকানের ভিতরে এক যুবককে গুলি করে খুনের ঘটনায় জড়িত থাকার অভিযোগে অবশেষে গ্রেফতার করা হল অন্নু ধনকর নামে বছর ১৯-এর এক তরুণীকে। ‘লেডি ডন’ নামে পরিচিত অন্নু গ্যাংস্টার হিমাংশু ভাউ-এর সঙ্গে কাজ করত। শুক্রবার উত্তরপ্রদেশের লখিমপুর খেরি জেলায় ভারত-নেপাল সীমান্তের কাছে তাকে গ্রেফতার করা হয়।

Advertisement

গত ১৮ জুন রাত সাড়ে ৯টা নাগাদ রাজৌরি গার্ডেনের একটি ফাস্ট ফুডের দোকানে বসে থাকা বছর ২৬-এর আমান জুনকে গুলিতে ঝাঁঝরা করে দিয়েছিল অজ্ঞাতপরিচয় তিন বন্দুকবাজ। ঘটনাস্থলেই মৃত্যু হয় আমানের। তদন্ত শুরু করলে পুলিশ জানতে পারে, যখন ওই বন্দুকবাজেরা হামলা চালায়, তখন অন্নু আমানের সঙ্গেই ছিল। হত্যা-কাণ্ডের পরেই ওই দোকান থেকে চম্পট দেয় সে।

২৪ অক্টোবর পুলিশ খবর পায় যে, ভারত-নেপাল সীমান্তের কাছে রয়েছে অন্নু। উদ্দেশ্য, দেশ ছেড়ে পালানোর। শুক্রবার সেখান থেকেই গ্রেফতার করা হয় অন্নুকে। জেরায় তরুণী জানিয়েছে, হিমাংশু ভাউয়ের দলের তরফে তাঁকে আমেরিকায় বিলাসবহুল জীবন কাটানোর ব্যবস্থা করে দেওয়ার প্রলোভন দেখানো হয়েছিল। তাই ওই দলের হয়ে কাজ করত সে। খুনের পরিকল্পনা অনুযায়ী আমানের সঙ্গে সমাজমাধ্যমে পরিচয় করেছিল অন্নু। ঘটনার দিন যুবককে ওই খাবারের দোকানে দেখা করার কথাও সে-ই বলেছিল। তরুণী আরও জানিয়েছে, আততায়ীরা যুবককে খুন করার পরে চণ্ডীগড়, অমৃতসর ও পরে রাজস্থানের কোটায় গিয়ে থেকেছিল সে। সব খরচই দেওয়া হয়েছিল হিমাংশুর দলের তরফে।

Advertisement

আনন্দবাজার অনলাইন এখন

হোয়াট্‌সঅ্যাপেও

ফলো করুন
অন্য মাধ্যমগুলি:
আরও পড়ুন
Advertisement