rape

Rape: বার বার ধর্ষণ করেছে জামাই! ৮৫ বছরের বৃদ্ধার অভিযোগে গ্রেফতার ‘কীর্তিমান’

নিজের বাড়িতেই জামাইয়ের কাছে ধর্ষিতা হয়েছেন বলে অভিযোগ ৮৫ বছরের কেরলের এক বৃদ্ধার। জামাইয়ের ‘কুকীর্তি’র কথা গোড়ায় কাউকে জানাননি তিনি।

Advertisement

সংবাদ সংস্থা

শেষ আপডেট: ০৫ জুন ২০২২ ১০:৩২
Share:

প্রতীকী ছবি।

জামাইষষ্ঠীর দিনে এক জামাইয়ের ‘কুকীর্তি’-র অভিযোগ প্রকাশ্যে এল। কেরলের ৮৫ বছরের এক বৃদ্ধার অভিযোগ, তাঁকে বার বার ধর্ষণ করেছেন জামাই। বৃদ্ধার অভিযোগের ভিত্তিতে অভিযুক্তকে গ্রেফতার করেছে কেরল পুলিশ।

Advertisement

পুলিশ সূত্রে খবর, শিবদাসন নামে ৬০ বছরের এক ব্যক্তির বিরুদ্ধে মাসখানেক আগে তাঁর বৃদ্ধা শাশুড়িকে বার বার ধর্ষণের অভিযোগ উঠেছে। বৃদ্ধার অভিযোগ, নিজের বাড়িতেই জামাইয়ের কাছে বার বার ধর্ষিতা হয়েছেন তিনি। শনিবার অভিযুক্তকে গ্রেফতার করা হয়েছে।

সংবাদমাধ্যমের কাছে পুলিশের এক আধিকারিক বলেন, ‘‘মে মাসের দ্বিতীয় সপ্তাহে ওই ঘটনার পর গোড়ায় এ নিয়ে মুখ খোলেননি বৃদ্ধা। তবে শেষমেশ এক অঙ্গনওয়াড়ি কর্মীর কাছে জামাইয়ের কুর্কীতির কথা খুলে বলেন। ওই অঙ্গনওয়াড়ি কর্মীই বিষয়টি সকলকে জানান। তাঁরা পুলিশের কাছে এই অভিযোগ দায়ের করেছেন।’’

Advertisement

শিবদাসনের বিরুদ্ধে ভারতীয় দণ্ডবিধির ৩৭৬ ধারায় ধর্ষণের মামলা রুজু করা হয়েছে বলে জানিয়েছে কেরল পুলিশ। তাঁকে গ্রেফতার করে আদালতে তোলা হয়েছে।

সবচেয়ে আগে সব খবর, ঠিক খবর, প্রতি মুহূর্তে ফলো করুন আমাদের Google News, Twitter এবং Instagram পেজ

আনন্দবাজার অনলাইন এখন

হোয়াট্‌সঅ্যাপেও

ফলো করুন
অন্য মাধ্যমগুলি:
আরও পড়ুন
Advertisement