Viral

Viral: কে বলে বয়স পেরিয়ে গিয়েছে ৮০! ভাইরাল ‘তরুণী’ ‘দাদি’র ওজন তোলার ভিডিয়ো

মজার ছলে ‘দাদি’কে ‘ফিটনেস চ্যালেঞ্জ’ দিয়েছিলেন নাতি। কিন্তু কল্পনা করেননি তাঁর দেওয়া ভারোত্তোলনের চ্যালেঞ্জ হেলায় শেষ করবেন বৃদ্ধা।

Advertisement

নিজস্ব সংবাদদাতা

শেষ আপডেট: ২১ মে ২০২২ ১৭:০২
Share:

৮০ বছরের বৃদ্ধা হেলায় তুলছেন ভার। ভাইরাল ভিডিয়ো থেকে নেওয়া ছবি।

বয়স পেরিয়েছে ৮০ বছর। মাথার সব চুল সাদা, আলুথালু চেহারা, চামড়া ঝুলে পড়েছে। তবু মনে এখনও আঠারোর অদম্য উৎসাহ। ডেডলিফ্‌ট করে নেট পাড়ার বাসিন্দাদের চমকে দিলেন ‘দাদি’। ছাদের উপর বৃদ্ধার ভারোত্তোলনের ভিডিয়ো।

সম্প্রতি নেটমাধ্যমে ভাইরাল হয়েছে একটি ভিডিয়োয়। প্রথমে ‘পঞ্জাবি ইন্ডাস্ট্রি’ নামে একটি ইনস্টাগ্রাম অ্যাকাউন্ট থেকে পোস্ট করা এই ভিডিয়োয় দেখা যায় খোলা ছাদে একটি খাটিয়া পড়ে রয়েছে। তার পাশে শরীরচর্চায় ব্যস্ত ৮০ বছরের এক ‘তরুণী’। রীতিমতো ঘাম ঝরাচ্ছেন তিনি। করছেন কঠিন ব্যায়াম। যে ভার ওই বৃদ্ধা তুলছেন তার আনুমানিক ওজন ১০ থেকে ২০ কেজি!

আসলে মজার ছলে ‘দাদি’কে ‘ফিটনেস চ্যালেঞ্জ’ দিয়েছিলেন নাতি। কিন্তু তিনি স্বপ্নেও কল্পনা করেননি তাঁর দেওয়া ভারোত্তোলনের চ্যালেঞ্জ হেলায় শেষ করবেন অশীতিপুর বৃদ্ধা। ভিডিয়োয় দেখা যাচ্ছে, ভার তুলে কয়েক সেকেন্ড সেটিকে মাথার উপর তুলে রেখেছেন বৃদ্ধা। তার পর হেসে সেটিকে পাশে দাঁড়ানো নাতির হাতে দিয়ে দেন। মুখের ভঙ্গিমায় বুঝিয়ে দেন, এ কাজ তার কাছে কঠিন কিছু ছিল না।

Advertisement

দূরন্ত গতিতে ভাইরাল হচ্ছে এই ভিডিয়ো। এখন ইনস্টা থেকে টুইটার, ফেসবুক— সবেতেই ‘দাদি’র কাণ্ডকারখানা দেখছেন নেটিজেনরা।

আরও পড়ুন:

আনন্দবাজার অনলাইন এখন

হোয়াট্‌সঅ্যাপেও

ফলো করুন
অন্য মাধ্যমগুলি:
আরও পড়ুন
Advertisement