মাছ চুরির অভিযোগে পেটানো হল ৮ আদিবাসী যুবককে।
পুকুর থেকে মাছ চুরির ‘অপরাধে’ আট জন আদিবাসী যুবককে গাছে বেঁধে পেটানের নিদান দিল খাপ পঞ্চায়েত। অভিযোগ উঠেছে ছত্তীসগঢ়ে।
গত ১৬ জুন ঘটনাটি ঘটেছে ওই রাজ্যের বলরামপুর জেলার চেরা গ্রামে। গ্রামটি উত্তরপ্রদেশের সীমানালাগোয়া। ওই গ্রামে পান্ডো সম্প্রদায়ের আদিবাসীরা থাকেন। তাদেরই ৮ যুবকের বিরুদ্ধে মাছ চুরির অভিযোগ ওঠে। কেন মাছ চুরি করেছে তা নিয়ে সালিশি সভা বসান গ্রামের মাতব্বররা। অভিযোগ, সেখানেই নিদান দেওয়া হয় ওই যুবকদের বেঁধে পেটানোর।
যুবকদের মারের ঘটনার ভিডিয়োও করা হয় বলে অভিযোগ। পুলিশ জানিয়েছে, খাপ পঞ্চায়েতের নির্দেশে ওই আট যুবককে গ্রাম থেকে তুলে নিয়ে যাওয়া হয়। তার পর বেত দিয়ে পেটানো হয়। এমনকি তাঁদের প্রত্যককে সাড়ে ৩ হাজার টাকা জরিমানা করা হয়। গভীর রাত পর্যন্ত তাঁদের আটকে রাখা হয়।
বলরামপুরের পুলিশ সুপার রামকৃষ্ণ সাহু জানিয়েছেন, যুবকদের বয়ানের ভিত্তিতে ১০ জনকে গ্রেফতার করা হয়েছে। তাঁদের বিরুদ্ধে তফসিলি উপজাতি আইনে মামলা করা হয়েছে।