Monkeys

টালি খুলে ঘরে ঢুকে যমজ বোনকে তুলে নিয়ে গেল বাঁদরের দল, মৃত্যু ১ শিশুর

শিশুটির মা ভুবনেশ্বরী জানিয়েছেন, দুই মেয়েকে ঘুম পাড়িয়ে বাড়ির কাজে হাত দিয়েছিলেন তিনি। আচমকাই বাড়ির চালে বাঁদরের দল এসে হাজির হয়।

Advertisement

সংবাদ সংস্থা

শেষ আপডেট: ১৪ ফেব্রুয়ারি ২০২১ ১৬:০৬
Share:

—প্রতীকী চিত্র।

বাঁদরদলের হাতে পড়ে বেঘোরে মৃত্যু এক শিশুর। শনিবার ঘটনাটি ঘটেছে তামিলনাড়ুর তাঞ্জবুরে। টালি খুলে ঘরে ঢুকে যমজ শিশুকে বাঁদরের দল তুলে নিয়ে যায় বলে অভিযোগ। তাদের মধ্যে একটি শিশুকে উদ্ধার করা গেলেও, স্থানীয় জলাশয় থেকে অন্য শিশুটির দেহ উদ্ধার হয়।

Advertisement

শিশুটির মা ভুবনেশ্বরী জানিয়েছেন, দুই মেয়েকে ঘুম পাড়িয়ে বাড়ির কাজে হাত দিয়েছিলেন তিনি। আচমকাই বাড়ির চালে বাঁদরের দল এসে হাজির হয়। এলোপাথাড়ি টালি খুলতে শুরু করে তারা। তাতে ভয় পেয়ে চিৎকার করতে শুরু করেন তিনি। কিন্তু আশেপাশের লোকজন ছুটে আসার আগে দুই ঘুমন্ত শিশুকে তুলে নিয়ে চম্পট দেয় বাঁদরের দল।

বিষয়টি জানাজানি হতে, এলাকায় শিশু দু’টির খোঁজে তল্লাশি শুরু হয়। প্রতিবেশিদের সহযোগিতায় এলাকার একটি বাড়ির ছাদ থেকে ভুবনেশ্বরীর ১ মেয়েকে উদ্ধার করা যায়। কিন্তু দ্বিতীয় জনের খোঁজ মেলেনি। বেশ খানিক ক্ষণ খোঁজাখুঁজির পর এলাকার একটি জলাশয়ে তার দেহ মেলে। সঙ্গে সঙ্গে এক চিকিৎসককে ডেকে আনেন পাড়ার লোকজন। কিন্তু তিনি শিশুটিকে মৃত বলে ঘোষণা করেন। বিষয়টি তদন্ত করে দেখছে এলাকার পুলিশ।

Advertisement

আনন্দবাজার অনলাইন এখন

হোয়াট্‌সঅ্যাপেও

ফলো করুন
অন্য মাধ্যমগুলি:
আরও পড়ুন
Advertisement