Dearness allowance

7th Pay Commission: মহার্ঘ ভাতা বাড়ল কেন্দ্রীয় সরকারি কর্মীদের, এক লাফে ১৭% থেকে হল ২৮%

গত বছর জানুয়ারি মাসে মহার্ঘ ভাতা ৪ শতাংশ, জুনে ৩ শতাংশ এবং এ বছরের জানুয়ারিতে আরও ৪ শতাংশ বাড়ানো হলেও বর্ধিত অঙ্ক পাচ্ছিলেন না কর্মীরা।

Advertisement

সংবাদ সংস্থা

শেষ আপডেট: ১৪ জুলাই ২০২১ ১৭:২৮
Share:

— ছবি সংগৃহীত

কেন্দ্রীয় সরকারি কর্মচারীদের বন্ধ হয়ে থাকা বর্ধিত মহার্ঘ ভাতা ফের চালু করার সিদ্ধান্ত নিল কেন্দ্র। বুধবার এ বিষয়ে মন্ত্রিসভার বৈঠকের পর কেন্দ্রীয় মন্ত্রী অনুরাগ ঠাকুর ঘোষণা করেন, কেন্দ্রীয় সরকারি কর্মচারীদের মহার্ঘ ভাতা বাড়িয়ে ২৮ শতাংশ করার সিদ্ধান্তে অনুমোদন দেওয়া হয়েছে এবং তা কার্যকর হবে ১ জুলাই থেকে।
বর্তমানে ১৭ শতাংশ মহার্ঘ ভাতা পান কেন্দ্রীয় সরকারি কর্মচারীরা। গত বছর জানুয়ারি মাসে তা ৪ শতাংশ, জুনে ৩ শতাংশ এবং চলতি বছরের জানুয়ারিতে আরও ৪ শতাংশ বাড়ানো হলেও বর্ধিত অঙ্ক পাচ্ছিলেন না কর্মীরা। কারণ কোভিড পরিস্থিতিতে সাময়িক ভাবে বর্ধিত মহার্ঘ ভাতা দেওয়া বন্ধ রাখার সিদ্ধান্ত নিয়েছিল কেন্দ্র। কেন্দ্রীয় সরকারের কর্মচারী এবং পেনশনভোগীরা জুলাই থেকে সব মিলিয়ে ২৮ শতাংশ (১৭+৪+৩+৪) মহার্ঘ ভাতা পাবেন।

Advertisement

সব মিলিয়ে ৫২ লক্ষ কর্মচারী এবং পেনশনভাগী উপকৃত হবেন কেন্দ্রের এই সিদ্ধান্তে।

আনন্দবাজার অনলাইন এখন

হোয়াট্‌সঅ্যাপেও

ফলো করুন
অন্য মাধ্যমগুলি:
আরও পড়ুন
Advertisement