ফাইল চিত্র।
মহারাষ্ট্রে রাজনৈতিক সঙ্কটের মধ্যেই গোয়ায় এ বার দলবদলের জল্পনা দানা বাঁধল। সূত্রের খবর, কংগ্রেসের বেশ কয়েক জন বিধায়ক বিজেপিতে যোগ দিতে পারেন। বর্তমানে কংগ্রেসের ১১ জন বিধায়ক রয়েছে। সর্বভারতীয় সংবাদমাধ্যম সূত্রে খবর, তাঁদের মধ্যে কয়েক জন পদ্ম শিবিরের সঙ্গে যোগাযোগ রাখছেন।
সূত্রের দাবি, কংগ্রেসের বৈঠকে গরহাজির ছিলেন তিন বিধায়ক। তাঁদের মধ্যে কয়েক জন বিজেপির সঙ্গে যোগাযোগ রাখছেন। যদিও এই জল্পনা উড়িয়ে দিয়েছেন গোয়ার কংগ্রেস নেতৃত্ব। গোয়ার দায়িত্বে থাকা কংগ্রেসের প্রধান দীনেশ গুন্ডু রাও বলেছেন, ‘‘এটা পুরোটাই গুজব।’’
চলতি বছরের শেষে বিজেপির বিধায়ক সংখ্যা বেড়ে হবে ৩০— গত মে মাসে এই দাবি করেছিলেন বিজেপির সর্বভারতীয় সাধারণ সম্পাদক তথা গোয়ায় সে দলের প্রধান সিটি রবি। তাঁর ওই মন্তব্যের পরই কংগ্রেসে ভাঙনের জল্পনা দানা বাঁধে।
বিধানসভা অধিবেশনের আগে ‘ইচ্ছাকৃত ভাবে এই ধরনের গুজব ছড়ানো হচ্ছে’ বলে অভিযোগ করেছেন কংগ্রেস নেতা মাইকেল লোবো। তাঁর কথায়, ‘‘সবটাই রটনা। বিধানসভার অধিবেশনের আগে কারও সম্পর্কে গুজব ছড়াতেই হবে!’’ গোয়া কংগ্রেস সভাপতি অমিত পাটকর বলেছেন, ‘‘বিজেপি সরকার শুধু মাত্র গুজব ছড়িয়ে বিভ্রান্ত করে।’’
উল্লেখ্য, শনিবার পানাজির হোটেলে ১১ জন বিধায়ককে নিয়ে বৈঠক ডেকেছিলেন গোয়ার কংগ্রেস সভাপতি অমিত পাটকর। ওই বৈঠকে তিন জন অনুপস্থিত ছিলেন বলে দাবি। তার পরই বিজেপি-যোগের জল্পনা জল-হাওয়া পায়।