rape

Child Raped in Delhi: দিল্লিতে ৬ বছরের শিশুকে ধর্ষণের অভিযোগ, ভর্তি হাসপাতালে, অধরা অভিযুক্ত

এলাকার সিসিটিভি ফুটেজে দেখা যাচ্ছে, এক জন অচেনা লোকের সঙ্গে বাজার থেকে বেরিয়ে যাচ্ছে শিশুটি। কিন্তু ওই ব্যক্তিকে স্পষ্ট দেখা যায়নি।

Advertisement

সংবাদ সংস্থা

শেষ আপডেট: ২৩ অক্টোবর ২০২১ ২১:৫৪
Share:

প্রতীকি ছবি।

ফের ধর্ষণ রাজধানীতে। এ বার লালসার শিকার একটি ৬ বছরের শিশু।

পশ্চিম দিল্লির রঞ্জিৎনগর এলাকায় একটি ৬ বছরের শিশুকে ধর্ষণের ঘটনা ঘটে। বর্তমানে শিশুটি রাম মনোহর লোহিয়া হাসপাতালে ভর্তি। এখনও অভিযুক্তকে গ্রেফতার করতে পারেনি পুলিশ।

Advertisement

শিশুটির বাবা দিনমজুর। রোজকার মতোই শুক্রবার সকালে শিশুটি গিয়েছিল পাশের লঙ্গরে। সেখান থেকে রক্তাক্ত অবস্থায় বাড়ি ফেরে সে। তড়িঘড়ি তাঁকে হাসপাতালে নিয়ে যান মা-বাবা। পথে সে জানায়, কী হয়েছে তাঁর সঙ্গে। অজ্ঞাতপরিচয়ের বিরুদ্ধে শিশুর উপর যৌন নির্যাতনের অভিযোগ দায়ের হয়। অভিযুক্তের খোঁজে তল্লাশি শুরু করেছে পুলিশ।

এলাকার সিসিটিভি ফুটেজে দেখা যাচ্ছে, এক জন অচেনা লোকের সঙ্গে বাজার থেকে বেরিয়ে যাচ্ছে শিশুটি। কিন্তু ওই ব্যক্তিকে স্পষ্ট দেখা যায়নি। দিল্লি মহিলা কমিশন পুলিশকে দ্রুত তদন্ত শেষ করার আবেদন জানিয়েছে।

Advertisement

ক’দিন আগেই ১৫ বছরের এক বালিকাকে ধর্ষণের অভিযোগ ওঠে তাঁর সম্পর্কিত এক দাদার বিরুদ্ধে। অভিযুক্ত দাদাকে গ্রেফতার করেছে পুলিশ। সেই ঘটনার রেশ কাটতে না কাটতেই ফের এক শিশুর উপর পাশবিক অত্যাচার খোদ দেশেরে রাজধানীতে।

আনন্দবাজার অনলাইন এখন

হোয়াট্‌সঅ্যাপেও

ফলো করুন
অন্য মাধ্যমগুলি:
আরও পড়ুন
Advertisement