Rape

ছ’বছরের শিশুকে ধর্ষণ

শিশুটি আশঙ্কাজনক অবস্থায় হাসপাতালে। চার দিন কেটে গেলেও অধরা অভিযুক্ত।

Advertisement

সংবাদ সংস্থা

শেষ আপডেট: ১১ অগস্ট ২০২০ ০৬:৪০
Share:

প্রতীকী ছবি।

ফের যোগী রাজ্যে নাবালিকা ধর্ষণ। বৃহস্পতিবার উত্তরপ্রদেশের হাপুর জেলায় ছ’বছরের এক শিশুকে অপহরণ করে ধর্ষণ করা হয়। শিশুটি আশঙ্কাজনক অবস্থায় হাসপাতালে। চার দিন কেটে গেলেও অধরা অভিযুক্ত। নির্যাতিতার বাবা-মা এবং প্রতিবেশীর বয়ানের ভিত্তিতে অভিযুক্তের তিনটি স্কেচ প্রকাশ করেছে পুলিশ।
পুলিশ সূত্রে খবর, গড় মুক্তেশ্বর অঞ্চলে শিশুটির বাড়ির সামনে থেকেই শিশুটিকে অপহরণ করা হয়। অভিযুক্ত মোটরবাইকে চেপে এসেছিল। বহুক্ষণ মেয়েকে খুঁজে না-পেয়ে অভিভাবকেরা থানায় অভিযোগ জানানোর পরেই পুলিশ তদন্তে নামে। পর দিন সকালে ঝোপ থেকে অচেতন অবস্থায় উদ্ধার করা হয় শিশুটিকে। সেই সময়ে তার শরীরে লেগে রক্ত। দ্রুত ওই নাবালিকাকে হাসপাতালে ভর্তি করা হয়। চিকিৎসকেরা জানিয়েছেন, শিশুটি বিপন্মুক্ত নয়।

Advertisement

আনন্দবাজার অনলাইন এখন

হোয়াট্‌সঅ্যাপেও

ফলো করুন
অন্য মাধ্যমগুলি:
আরও পড়ুন
Advertisement