ধর্ষণের প্রতীকী ছবি।
চলছে লকডাউন। জনজীবন স্তব্ধ। কিন্তু ধর্ষণের ঘটনার যেন বিরাম নেই। দিন কয়েক আগে উত্তরপ্রদেশে রেশন ডিলারের হাতে ধর্ষণের শিকার হয়েছিলেন এক গৃহবধু। শুক্রবার ৫৩ বছরের এক মহিলাকে বাড়িতে ঢুকে ধর্ষণ করার অভিযোগ উঠল অজ্ঞাতপরিচয় ব্যক্তির বিরুদ্ধে। ক্ষীণ দৃষ্টিশক্তি সম্পন্ন ওই মহিলা একটি রাষ্ট্রায়ত্ত ব্যাঙ্কে উচ্চপদে কর্মরতা। ঘটনাটি ঘটেছে মধ্যপ্রদেশের ভোপালের শাহপুরা এলাকায়।
দেশ জুড়ে লকডাউনের জেরে ওই মহিলার স্বামী ও পরিবারের অন্য লোকজন আটকে রয়েছেন রাজস্থানের সিরোহিতে। তাই ভোপালে নিজের ফ্ল্যাটে একাই থাকছিলেন ওই মহিলা। শুক্রবার তিনি যখন ঘুমোচ্ছিলেন, তখন ফ্ল্যাটে ঢুকে তাঁকে ধর্ষণ করা হয় বলে, পুলিশকে জানিয়েছেন ওই মহিলা।
ধর্ষণকারীর পরিচয় এখনও জানতে পারেনি পুলিশ। তারা তদন্ত শুরু করেছে। সেখানকার অ্যাসিট্যান্ট পুলিশ সুপার সঞ্জয় সাহু জানিয়েছেন, পুলিশ ঘটনাস্থল গিয়েছে ও ভাল ভাবে পরীক্ষা করেছে। নির্যাতিতার মেডিক্যাল পরীক্ষাও হয়েছে বলে জানিয়েছেন তিনি। অজ্ঞাতপরিচয় অভিযুক্তের বিরুদ্ধে শাহপুর থানায় ভারতীয় দণ্ডবিধির ৩৭৬ ও ৩৭৭ ধারায় মামলা দায়ের করেছে পুলিশ।
আরও পড়ুন: করোনার হানা এ বার নৌবাহিনীতেও, কোয়রান্টিনে নৌঘাঁটির একাংশ
আরও পড়ুন: দেশে করোনায় মৃত বেড়ে ৪৮০ জন, ২৪ ঘণ্টায় আক্রান্ত আরও ৯৯১