ফাইল চিত্র।
এ বার দেশের শীর্ষ আদালতেও থাবা বসাল করোনা। সূত্রের খবর, আদালতের ৫০ শতাংশ কর্মীর করোনা পজিটিভ ধরা পড়েছে।
আদালতের কর্মীদের মধ্যে এই পরিমাণে সংক্রমণ ছড়িয়ে পড়ায় আতঙ্ক তৈরি হয়েছে। সূত্রের খবর, এমন পরিস্থিতিতে আপাতত বাড়ি থেকেই ভিডিয়ো কনফারেন্সের মাধ্যমে সমস্ত মামলার শুনানি চালানোর সিদ্ধান্ত নেওয়া হয়েছে।
আদালত চত্বর, আদালতের সব ঘর জীবাণুনাশক দিয়ে পরিষ্কার করার কাজ চলছে বলে ওই সূত্রের খবর। নির্ধারিত সময়ের এক ঘণ্টা পরে আদালতের সিঙ্গল বা ডিভিশন বেঞ্চগুলো বসবে বলেও ওই সূত্র জানাচ্ছে।
দেশ জুড়ে করোনার সংক্রমণ হু হু করে বাড়তে শুরু করেছে। করোনার নতুন ঢেউয়ে গত এক সপ্তাহে প্রায় ১০ লক্ষ সংক্রমণ হয়েছে। রবিবার দৈনিক সংক্রমণ দেড় লক্ষ ছাড়িয়েছে। দিল্লিতে দৈনিক সংক্রমণ ৮ হাজারের কাছাকাছি। রাজধানীতে করোনার চতুর্থ ঢেউ ভয়ানক আকার ধারণ করেছে। অতিমারির প্রকোপ রুখতে রাত্রিকালীন কার্ফু জারি করেছে দিল্লি সরকার। দিল্লিবাসীকে কোভিড বিধি মেনে চলার আর্জি জানিয়েছেন মুখ্যমন্ত্রী অরবিন্দ কেজরীবাল।