Nashik

করোনায় আক্রান্ত ৪০ জন কর্মী, ৫ দিনের জন্য বন্ধ নাসিকের টাঁকশাল

করোনা আক্রান্ত কর্মীদের মধ্যে রয়েছেন প্রেসের কয়েক জন আধিকারিক এবং প্রযুক্তিবিদও।

Advertisement

সংবাদ সংস্থা

শেষ আপডেট: ৩১ অগস্ট ২০২০ ১২:৫৬
Share:

বৃহস্পতিবার পর্যন্ত বন্ধ নাসিকের এই টাঁকশাল।— ফাইল চিত্র

করোনা এ বার হানা দিল টাঁকশালেও। মহারাষ্ট্রের নাসিকের টাঁকশাল (কারেন্সি নোট প্রেস)-এর ৪০ জন কর্মীর দেহে করোনা সংক্রমণ ধরা পড়েছে। তার জেরে আপাতত ৫ দিনের জন্য বন্ধ করে দেওয়া হয়েছে ওই প্রেসটি। অর্থাৎ আগামী বৃহস্পতিবার পর্যন্ত বন্ধ থাকবে নাসিকের ওই টাঁকশাল।

Advertisement

করোনা আক্রান্ত কর্মীদের মধ্যে রয়েছেন প্রেসের কয়েক জন আধিকারিক এবং প্রযুক্তিবিদও। সংস্থাটির সূত্রে জানা গিয়েছে, ওই টাঁকশালের ২ শতাংশ কর্মী করোনা আক্রান্ত হয়ে পড়েছেন। নাম প্রকাশে অনিচ্ছুক টাঁকশালের এক কর্মী জানিয়েছেন, সংক্রমণ ধরা পড়ার পরই রবিবার থেকে ৫ দিনের জন্য ওই প্রেস বন্ধ রাখার সিদ্ধান্ত নেওয়া হয়েছে।

এর আগে লকডাউনের সময়েই ওই টাঁকশাল তিন বার বন্ধ রাখা হয়েছিল। প্রতি বারই ১৫ দিন করে বন্ধ ছিল সংস্থাটি। দেশে মোট ন’টি টাঁকশালের মধ্যে অন্যতম নাসিকের ওই প্রেস। সরকারি তথ্য বলছে, সারা দেশের বাজারে যে নোট চলে তার ৪০ শতাংশই নাসিক এবং মধ্যপ্রদেশের দেবাসের প্রেসে ছাপানো হয়ে থাকে।

Advertisement

আরও পড়ুন: প্যাংগংয়ে ফের ঢোকার চেষ্টা চিনের, আটকে দিল ভারতীয় সেনা

আনন্দবাজার অনলাইন এখন

হোয়াট্‌সঅ্যাপেও

ফলো করুন
অন্য মাধ্যমগুলি:
আরও পড়ুন
Advertisement