পুলওয়ামাতে সেনা জওয়ানরা। ফাইল ছবি।
কাশ্মীরের বিভিন্ন এলাকায় বৃহস্পতিবার রাত থেকেই জঙ্গিদের বিরুদ্ধে অভিযান চালাচ্ছে সেনাবাহিনী এবং পুলিশ। শোপিয়ান এবং পুলওয়ামা জেলার বিভিন্ন জায়গায় এই সংঘর্ষে ৪ জঙ্গি নিহত হয়েছে। ৪ জওয়ানও আহত হয়েছেন গুলির লড়াইয়ে। কাশ্মীর জোন পুলিশের তরফে জানানো হয়েছে, অবন্তীপুরার ত্রাল এলাকায় শুক্রবার সকালেও সেনা-জঙ্গি সংঘর্ষ হয়েছে।
বৃহস্পতিবার সন্ধ্যায় শোপিয়ানে যে সংঘর্ষ হয়েছে, তাতে ৩ জঙ্গি নিহত হয়েছে। অপর দুই জঙ্গি জান মহল্লা এলাকার একটি মসজিদে লুকিয়ে ছিল। সেখান থেকেই গুলির লড়াই চালিয়েছে তারা। এই ঘটনায় এক অফিসার-সহ ৪ জওয়ান আহত হয়েছেন। শুক্রবার সকালে এই প্রতিবেদন লেখার সময়ও সেখানে সংঘর্ষ চলছে। এক জঙ্গির ভাই এবং স্থানীয় দুই ইমামকে পাঠানো হয়েছিল লুকিয়ে থাকা জঙ্গিদের আত্মসমর্পণ করার জন্য বোঝাতে। কিন্তু কাজ হয়নি তাতে। এখন সেখানে গুলির লড়াই চলছে।
শুক্রবার সকালেই ত্রাল এলাকায় অভিযান চালানোর কথা সংবাদ সংস্থাকে জানিয়েছে কাশ্মীর জোনের পুলিশ। সেখানে বেশ কয়েকজন জঙ্গি লুকিয়ে আছে বলে খবর ছিল বাহিনীর কাছে। সেখানেও এখন অভিযান চলছে। এক জঙ্গির মৃত্যুও হয়েছে।