উদ্ধারকাজ চলছে। ছবি: এএনআইয়ের টুইট।
মুম্বইয়ে একটি চার তলা বাড়ি চাপা পড়ে অন্তত দু’জনের মৃত্যু হয়েছে। শুক্রবার রাতে মুম্বইয়ের ভিওয়ান্ডির ঘটনা। পুলিশ জানিয়েছে, মৃতেরা হলেন সিরাজ আহমেদ আনসারি (২৩) এবং আকিব আনসারি(২২)।
ধ্বংসস্তূপের মধ্যে অন্তত ১৫ জন মানুষ চাপা পড়ে রয়েছে বলেও জানিয়েছে পুলিশ। জাতীয় বিপর্যয় মোকাবিলা বাহিনী দুর্ঘটনাস্থলে দ্রুত পৌঁছে যায় এবং তিন জনকে উদ্ধার করে হাসপাতালে পাঠায়। তবে এখনও ধ্বংসস্তূপের নীচে অনেকেই আটকে রয়েছেন বলে আশঙ্কা। যত দ্রুত সম্ভব তাঁদের উদ্ধারের চেষ্টা চালাচ্ছে পুলিশ।
পুলিশ সূত্রের খবর, ভিওয়ান্ডির চারতলা বাড়িটি বেআইনি। বাড়িটা মাত্র ৮ বছরের পুরনো। এর মধ্যেই বাড়িতে একাধিক ফাটল ধরে যায়। সম্প্রতি বড় ফাটল চোখে পড়ায় বৃহন্মুম্বই মিউনিসিপ্যালিটি ওই বাড়িতে বসবাসকারী ২২টা পরিবারকে বাড়ি ছাড়ার নির্দেশ দেয়। পুরোপুরি ফাঁকা করে দেওয়া হয় ওই বহুতল। কিন্তু শুক্রবার রাতে তাঁদেরই কেউ কেউ নিজেদের জিনিসপত্র নিতে বাড়ির ভিতরে ঢুকেছিলেন। তখনই ঘটে এই দুর্ঘটনা।
আরও পড়ুন: অর্থনীতি দ্রুতগতিতে বাড়ছে, দাবি অমিতের