Jaipur Blast

জয়পুর বিস্ফোরণ মামলার রায়, ৪ জনকে দোষী সাব্যস্ত করল আদালত

এ দিন আদালতের রায়ে জয়পুর বিস্ফোরণ মামলায় দোষী সাব্যস্ত হয় মহম্মদ সইফ (৩২), মহম্মদ সরভর(৩৬), সইফুর রহমন(৩৬) এবং সলমন (৩৪) নামের চার ব্যক্তি।

Advertisement

সংবাদসংস্থা

শেষ আপডেট: ১৮ ডিসেম্বর ২০১৯ ২০:৫৮
Share:

জয়পুর বিস্ফোরণের সেই দিন। পিটিআই

২০০৮ সালে রাজস্থানের জয়পুরে ধারাবাহিক বিস্ফোরণে ২০ মিনিটের মধ্যে প্রাণ গিয়েছিল ৭১ জনের। আহত হন কমপক্ষে ১৭৫ জন। ১১ বছর পরেই জয়পুর বিস্ফোরণ মামলায় ৪ জনকে দোষী সাব্যস্ত করল আদালত। বুধবার এই মামলায় অভিযুক্ত এক ব্যক্তিকে বেকসুর খালাস করেছে আদালত।

Advertisement

এ দিন আদালতের রায়ে জয়পুর বিস্ফোরণ মামলায় দোষী সাব্যস্ত হয় মহম্মদ সইফ (৩২), মহম্মদ সরভর(৩৬), সইফুর রহমন(৩৬) এবং সলমন (৩৪) নামের চার ব্যক্তি। ২০১১ সালে এই অভিযুক্তদের বিরুদ্ধে প্রথম চার্জশিট পেশ করে পুলিশ।বেকসুর খালাস পাওয়া ব্যক্তির নাম শাহবাজ হুসেন। শাহবাজের বিরুদ্ধে প্রাথমিক অভিযোগ ছিল,তিনি ইন্ডিয়ান মুজাহিদিনের হয়ে মেল করে এই বিস্ফোরণের ছক জানিয়েছিলেন বেশ কয়েকজনকে।

২০০৮ সালের ১৩ মে জয়পুরে ত্রিপলিয়া বাজার, মানস চক, হনুমান মন্দির, চটি চৌপল জেহেরি বাজার-সহ বিভিন্ন এলাকা সকাল ৭টা ২৫ মিনিট থেকে সকাল ৯টা ৪৫ মিনিটের মধ্যে পরপর ৯ বার কেঁপে ওঠে। তদন্তকারীরা জানিয়েছিলেন, সাইকেলের মধ্যে আরডিএক্স বেঁধে পরপর বিস্ফোরণ ঘটিয়েছিল দুষ্কৃতীরা।সংবাদ সংস্থা সূত্রে খবর, বৃহস্পতিবার এই মামলায় দোষীদের সাজা ঘোষণা করা হবে।

Advertisement

আরও পড়ুন:ইলিয়ট রোডের বালক ধর্ষণে অভিযুক্তকে দোষী সাব্যস্ত করল আদালত

আনন্দবাজার অনলাইন এখন

হোয়াট্‌সঅ্যাপেও

ফলো করুন
অন্য মাধ্যমগুলি:
আরও পড়ুন
Advertisement