Bihar Incident

মাঝ রাস্তায় ফুরিয়ে গিয়েছে তেল, চার অভিযুক্তকে দিয়ে গাড়ি ঠেলালেন পুলিশ অফিসার

এ ভাবে অভিযুক্তদের দিয়ে গাড়ি ঠেলানোর ঘটনায় ক্ষোভে ফেটে পড়েছেন অনেকেই। তাঁরা বলছেন, এটা অপরাধ। কেউ কেউ আবার ওই পুলিশ অফিসারের শাস্তির দাবি জানাচ্ছেন।

Advertisement

আনন্দবাজার অনলাইন ডেস্ক

কলকাতা শেষ আপডেট: ০৪ ফেব্রুয়ারি ২০২৪ ২১:৪৮
Share:

পুলিশের গাড়ি ঠেলছেন অভিযুক্তরা। ছবি এক্স (সাবেক টুইটার)

অভিযুক্তদের ধরে পুলিশের ভ্যানে চাপিয়ে আদালতে নিয়ে যাচ্ছিলেন অফিসাররা। আচমকাই মাঝ রাস্তায় জ্বালানি শেষ হয়ে যায় গাড়িটির। অগত্যা অভিযুক্তদের নামিয়ে গাড়ি ঠেলার কাজে লাগানো হল! এমনই এক ঘটনার ভিডিয়ো সমাজমাধ্যমে ভাইরাল হয়েছে।

Advertisement

সংবাদমাধ্যম সূত্রে খবর, ঘটনাটি ঘটেছে বিহারের ভাগলপুরের কাছারি চক এলাকায়। জানা গিয়েছে, মদ্যপান করার অভিযোগে রবিবার চার জনকে গ্রেফতার করে পুলিশ। বিহারের যে হেতু মদ নিষিদ্ধ, তাই অভিযুক্তদের ধরে থানায় আনা হয়। তার পর তাঁদের পুলিশের ভ্যানে করেই আদালতে নিয়ে যাওয়া হচ্ছিল। কাছারি চকের কাছে এসে হঠাৎ পুলিশের গাড়িটি থেমে যায়। চালক দেখেন, গাড়ির ট্যাঙ্কে এক ফোঁটাও জ্বালানি নেই।

কী ভাবে অভিযুক্তদের আদালতে নিয়ে যাওয়া যায়, তা চিন্তার কারণ হয়ে দাঁড়ায় পুলিশকর্মীর। তার পরই অভিযুক্তদের নামিয়ে গাড়ি ঠেলার নির্দেশ দেন তিনি। ৫০০ মিটার এ ভাবেই গাড়ি ঠেলে নিয়ে যেতে হয় তাঁদের। সেই ভিডিয়োই ছড়িয়েছে সমাজমাধ্যমে। যদিও এই ভিডিয়োর সত্যতা যাচাই করেনি আনন্দবাজার অনলাইন।

Advertisement

ভিডিয়োতে দেখা যাচ্ছে, চার জন অভিযুক্তেরই কোমরে দড়ি বাঁধা। তাঁরা পিছন থেকে ঠেলতে ঠেলতে গাড়িটিকে নিয়ে যাচ্ছেন। আর তাঁরা যাতে পালিয়ে যেতে না পারেন তাই চার জনের উপর কড়া নজর রেখেছেন এক জন পুলিশ অফিসার। এ ভাবে অভিযুক্তদের দিয়ে গাড়ি ঠেলানোর ঘটনায় ক্ষোভে ফেটে পড়েছেন অনেকেই। তাঁরা বলছেন, এটা অপরাধ। কেউ কেউ আবার ওই পুলিশ অফিসারের শাস্তির দাবি জানাচ্ছেন।

অ্যাসিস্ট্যান্ট পুলিশ কমিশনার প্রমোদিত নারায়ণ সিংহ সংবাদমাধ্যমে জানিয়েছেন, ‘‘ঘটনাটির খবর পেয়েছি। আমরা তদন্ত শুরু করেছি। যাঁরা দোষী প্রমাণিত হবেন, তাঁদের বিরুদ্ধেই কড়া ব্যবস্থা নেওয়া হবে।’’

আনন্দবাজার অনলাইন এখন

হোয়াট্‌সঅ্যাপেও

ফলো করুন
অন্য মাধ্যমগুলি:
আরও পড়ুন
Advertisement