ইভিএম নিয়ে অভিযোগ থেকে কম ভোটদান— সবই দেখা গেল রাজধানীর পুরভোটে। দিল্লির তিনটি পুরসভার ভোটে ৫৪ শতাংশের কাছাকাছি ভোট পড়েছে। রবিবাসরীয় এই ভোটে লড়াই ত্রিমুখী। বিজেপি-র বিরুদ্ধে লড়াইতে রয়েছে আম আদমি পার্টি ও কংগ্রেস।
পুরভোট হলেও দিল্লিতে অরবিন্দ কেজরীবাল সরকারের কাছে এটা অগ্নিপরীক্ষা। বিরোধীরা জানাচ্ছেন, গত দু’বছরে আপ সরকার কেমন কাজ করল পুরভোটে তার মূল্যায়ন করবেন রাজধানীর ভোটাররা। এক দশকেরও বেশি সময় ধরে দিল্লির পুরসভাগুলিতে বিজেপি-র একাধিপত্য রয়েছে। সেই আধিপত্য কায়েম রাখতে চেষ্টার কসুর করেনি বিজেপি। ভোটপ্রচারে রাজনাথ সিংহ, উমা ভারতী, স্মৃতি ইরানির মতো কেন্দ্রীয় মন্ত্রীদের দেখা গিয়েছে। অন্য দিকে, বিজেপি-র হাত থেকে পুরসভাগুলির রাশ নিজেদের হাতে নিতেও তৎপর আম আদমি পার্টি ও কংগ্রেস।
আরও পড়ুন
৯ বছরের মেয়েকে রড দিয়ে মার গো-রক্ষকদের!
এ দিন সাতসকালেই ভোটের লাইনে দেখা গিয়েছে অরবিন্দ কেজরীবাল, মণীশ সিসৌদিয়া, উপরাজ্যপাল অনিল বৈজলকে। ভোট দিয়ে বুথের বাইরে বেরিয়ে এসে বিজেপি-কে খোঁচা দিয়ে কেজরীবাল বলেন, “দিল্লিকে আবর্জনা, ডেঙ্গি এবং চিকুনগুনিয়া থেকে মুক্ত করতে ভোটদান করুন।” পাল্টা হিসাবে আপকে আক্রমণ করতে ছাড়েনি বিজেপি-ও। বিজেপি নেতা বিজেন্দ্র গুপ্ত বলেন, “গত দু’বছর ধরেই দিল্লিবাসীকে বোকা বানিয়ে আসছে আপ। এ বার আপের বিরুদ্ধে ভোট দেবেন দিল্লিবাসী।
উত্তর, দক্ষিণ ও পূর্ব দিল্লির তিনটি পুরসভার ২৭২ আসনের জন্য লড়াই চলছে এ দিন। প্রায় ১ কোটি ৩২ লক্ষ ভোটার রয়েছে ওই তিন পুর এলাকায়। ভোটের ফলাফল জানা যাবে আগামী ২৬ এপ্রিল।