ব্যাঙ্কের লকার ভাঙা। ছবি: সংগৃহীত।
কেরলের কোলামের এক ব্যাঙ্ক থেকে ৩০ লক্ষ টাকার সোনার গয়না এবং নগদ চার লক্ষ টাকা লুট করল এক চোর। ওই যে, কথায় আছে, অতি ভক্তি চোরের লক্ষণ! এই চোর চুরি করল ঠিকই, কিন্তু তার আগে এক দেবতার মূর্তি বসিয়ে ব্যাঙ্কের লকারের সামনে পুজো-আর্চাও করল!
পুলিশ সূত্রে খবর, পর দিন সকালে ব্যাঙ্ককর্মীরা দেখেন লকার ভাঙা। সোনা এবং নগদ উধাও। তাঁরা আরও একটি বিষয়ে আশ্চর্য হয়ে যান। ব্যাঙ্ককর্মীরা দেখেন, লকারের সামনে থালায় সাজানো প্রদীপ, ফুল, মদ এবং সুপারি। তার ঠিক সামনেই রাখা একটি মূর্তি। এ ছাড়াও একটি লেবু এবং তাতে একটি সুচ গাঁথা ছিল।
ব্যাঙ্ককর্মীরা পুলিশ খবর দেন। পুলিশ এসে ওই জিনিসগুলি উদ্ধার করে। এক পুলিশ আধিকারিক জানিয়েছেন, ব্যাঙ্কের ভিতর থেকে পুজোর সামগ্রী ছাড়াও চুলের গোছা পাওয়া গিয়েছে।