প্রতীকী ছবি।
রেহাই পেল না তিন বছরের শিশুও! উত্তরপ্রদেশের লখিমপুরে ধর্ষণ করে খুন করা হল ওই
শিশুকন্যাকে! বৃহস্পতিবার সকালে ওই শিশুর দেহ একটি আখের খেত থেকে উদ্ধার করে পুলিশ। এই নিয়ে গত ২০ দিনে ওই জেলায় তিন জন নাবালিকার খুনের ঘটনা ঘটল। এর আগের দু’টি ঘটনার পরে যোগী প্রশাসনের বিরুদ্ধে সরব হয়েছিল বিরোধীরা। আইনশৃঙ্খলা ব্যবস্থার অবনতির অভিযোগে বিক্ষোভও দেখানো হয়। তার পরেও ধর্ষণ-খুনের ঘটনার পুনরাবৃত্তিতে ফের সমালোচনার মুখে প্রশাসন।
বুধবার থেকেই ওই শিশুটি নিখোঁজ ছিল। বাড়ি থেকে আধ কিলোমিটার দূরে তার দেহ উদ্ধারের সময়ে শরীরে একাধিক ক্ষতচিহ্ন ছিল। শিশুটির বাবার অভিযোগ, পুরনো শত্রুতার জেরেই তাঁর মেয়েকে অপহরণ করে খুন করে গ্রামেরই এক বাসিন্দা। সেই অভিযোগের ভিত্তিতে চারটি দল গঠন করে অভিযুক্তের সন্ধানে নামে পুলিশ। গ্রেফতার করা হয় অভিযুক্তকে।
গত কালই মেয়েটির খুনের বিষয়টি জানিয়েছিল পুলিশ। আজ তিন চিকিৎসকের একটি কমিটি সুরতহালের রিপোর্টে জানিয়েছে, শ্বাসরোধ করে খুনের আগে ওই শিশুটিকে ধর্ষণও করা হয়।
এর আগে ওই জেলারই ১৭ বছর বয়সি কিশোরীকেও ধর্ষণ করে খুন করা হয়। গ্রামের থেকে ২০০ মিটার দূরে ২৫ অগস্ট তার দেহ মেলে। তার দিন দশেক আগে ১৩ বছরের এক কিশোরীর ধর্ষণ-খুনের ঘটনায় তপ্ত হয়ে ওঠে রাজ্য রাজনীতি। যোগী প্রশাসনের বিরুদ্ধে আঙুল তোলে কংগ্রেস ও সমাজবাদী পার্টি। ৩ বছরের শিশুকন্যার খুনেও মুখ্যমন্ত্রী যোগী আদিত্যনাথকে নিশানা করেছেন কংগ্রেসের প্রদেশ সভাপতি অজয় কুমার লাল্লু। তাঁর অভিযোগ, একের পর এক ঘটনার পরেও ‘কঠোর’ মুখ্যমন্ত্রী এখনও উপযুক্ত পদক্ষেপ করতে পারেননি।
লাগাতার মহিলাদের ধর্ষণ ও খুনের পরিপ্রেক্ষিতে সম্প্রতি নারী ও শিশু সুরক্ষা সংস্থা তৈরি করেছে রাজ্য প্রশাসন। যার দায়িত্বে রয়েছেন এক পদস্থ পুলিশকর্তা।