Terrorists

জম্মু কাশ্মীরে সংঘর্ষে এক সেনা অফিসার ও ৩ জওয়ান নিহত, খতম ৩ জঙ্গি

সেনা সূত্রে খবর, শনিবার মধ্যরাতে নিয়ন্ত্রণরেখা পেরিয়ে ভারতে ঢোকার চেষ্টা করছিল এক দল জঙ্গি।

Advertisement

সংবাদ সংস্থা

শেষ আপডেট: ০৮ নভেম্বর ২০২০ ১৮:১৫
Share:

ফাইল চিত্র।

জম্মু-কাশ্মীরের মাচিল সেক্টরে নিয়ন্ত্রণরেখায় জঙ্গিদের সঙ্গে গুলির লড়াইয়ে নিহত হলেন এক সেনা অফিসার এবং ৩ জওয়ান। সেনার পাল্টা গুলিতে মৃত্যু হয়েছে ৩ জঙ্গির।

সেনা সূত্রে খবর, শনিবার মধ্যরাতে নিয়ন্ত্রণরেখা পেরিয়ে ভারতে ঢোকার চেষ্টা করছিল এক দল জঙ্গি। তখনই টহলদারির দায়িত্বে থাকা বিএসএফ জওয়ানদের নজরে আসে জঙ্গিরা। জঙ্গিদের অনুপ্রবেশ রুখে দিতে বিএসএফ গুলি চালায়। পাল্টা গুলি চালায় জঙ্গিরাও। দু’পক্ষের মধ্যে রবিবার ভোর ৪টে পর্যন্ত গুলির লড়াই চলে।

প্রতিরক্ষা মুখপাত্র কর্নেল রাজেশ কালিয়া জানান, রাত ১টা নাগাদ নিয়ন্ত্রণরেখার বেড়ার কাছে সন্দেহজনক কিছু লক্ষ্ করার পরই সতর্ক হয়ে যান বিএসএফ জওয়ানরা। গুলির লড়াইয়ে এক জঙ্গির প্রথমে মৃত্যু হয়। নিয়ন্ত্রণরেখা থেকে দেড় কিলোমিটার ভিতরে পরে আরও দুই জঙ্গিকে গুলি করে মারে বিএসএফ। আর কোনও জঙ্গি লুকিয়ে আছে কি না তা খতিয়ে দেখা হচ্ছে বলে সেনা সূত্রে জানানো হয়েছে।
গত ১ নভেম্বরে শ্রীনগরে পুলিশ ও সিআরপিএফের যৌথ অভিযানে নিহত হয় হিজবুল মুজাহিদিনের শীর্ষ কমান্ডার সইফুল্লা মির ওরফে গাজি হায়দার।

Advertisement

আরও পড়ুন: লাদাখে অধরা রফাসূত্র, তবে আলোচনা চালিয়ে যেতে ঐকমত্যে ভারত-চিন

আনন্দবাজার অনলাইন এখন

হোয়াট্‌সঅ্যাপেও

ফলো করুন
অন্য মাধ্যমগুলি:
আরও পড়ুন
Advertisement