প্লাস্টিকের ব্যাগের ভিতর থেকে উদ্ধার হয়ে থেঁতলানো দেহ। প্রতীকী ছবি।
বোনের সঙ্গে কথা বলতে বাধা দেওয়ায় এক কিশোরকে সাইকেলের চেন দিয়ে শ্বাসরোধ করে মাথা থেঁতলে, গলার নলি কেটে খুন করার অভিযোগ উঠল তারই তিন বন্ধুর বিরুদ্ধে। অভিযুক্তদের মধ্যে সবচেয়ে বড় যে, তার বয়স ১৬, বাকি দু’জনের বয়স ১৪ এবং ১১। ভয়ঙ্কর এই ঘটনাটি ঘটেছে মধ্যপ্রদেশের সিওনি জেলায়। অভিযুক্তদের মধ্যে দুই ভাই রয়েছে।
পুলিশ সূত্রে খবর, সিওনির মাগারকাথা গ্রামে স্টোনচিপসের ঢিবির উপর রক্তমাখা প্লাস্টিকের ব্যাগ দেখেন এক মহিলা। তার পরই তিনি স্থানীয়দের খবর দেন। খবর দেওয়া হয় পুলিশেও। পুলিশ এসে ওই ব্যাগের ভিতর থেকে বছর বারোর এক কিশোরের থেঁতলানো দেহ উদ্ধার করে।
বারঘাট মহকুমার পুলিশ আধিকারিক শশীকান্ত সরেয়াম জানিয়েছেন, বছর বারোর কিশোরের বোনের সঙ্গে কথা বলার চেষ্টা করছিল অভিযুক্তদের মধ্যে এক জন। বিষয়টি জানার পরই ওই কিশোর তার বন্ধুদের নিষেধ করে। সেটা ভাল ভাবে নিতে পারেনি বন্ধুরা। ওই কিশোরকে খুন করার পরিকল্পনা করে তারা। পরিকল্পনা মতো কিশোরকে একটি সুনসান জায়গায় ডেকে নিয়ে যায়। সেখানেও তিন বন্ধুর সঙ্গে বিষয়টি নিয়ে কথা কাটাকাটি হয়। অভিযোগ, এর পরই ৩ জন মিলে ওই কিশোরের গলায় সাইকেলের চেন পেঁচিয়ে শ্বাসরোধ করে খুন করার চেষ্টা করে। কিশোর বাঁচার জন্য ছটফট করতে থাকলে তাকে মাটিতে ফেলে পাথর দিয়ে মাথা থেঁতলে দেওয়া হয়। মৃত্যু নিশ্চিত করতে গলার নলিও কেটে দেয় অভিযুক্তরা। তার পর প্রমাণ লোপাটের জন্য কিশোরের দেহ একটি প্লাস্টিক ব্যাগে ভরে পরিত্যক্ত জায়গায় ফেলে আসে।
৩ নাবালককে আটক করেছে পুলিশ। তাদের ১৪ দিনের জন্য হোমে পাঠানোর নির্দেশ দিয়েছে আদালত।