Maharashtra

মহারাষ্ট্রে নাবালিকাকে ধর্ষণের অভিযোগে তিন যুবককে গ্রেফতার করল পুলিশ, ফেরার মূল অভিযুক্ত

মঙ্গলবার কাপুরবাউরি থানায় অভিযোগ দায়ের করে কিশোরীর পরিবার। এর পরেই তদন্তে নেমে তিন অভিযুক্তকে গ্রেফতার করেছে পুলিশ। ধৃতদের বয়স ২১ থেকে ২৭-এর মধ্যে।

Advertisement

আনন্দবাজার অনলাইন ডেস্ক

শেষ আপডেট: ১৭ অক্টোবর ২০২৪ ১১:০২
Share:

— প্রতিনিধিত্বমূলক ছবি।

মহারাষ্ট্রের ঠাণেতে নাবালিকাকে ধর্ষণে অভিযুক্ত তিন জনকে গ্রেফতার করল পুলিশ। তবে মূল অভিযুক্ত এখনও পলাতক। এমনটাই জানিয়েছেন মহারাষ্ট্র পুলিশের এক আধিকারিক।

Advertisement

গত ৬ অক্টোবর রাতে ঠাণের মাজিওয়াড়া এবং সাকেতের মাঝামাঝি এলাকায় ঘটনাটি ঘটে। জানা গিয়েছে, রাত ১১টা নাগাদ ভাইয়ের সঙ্গে বেরিয়েছিল বছর ১৭-র ওই কিশোরী। তখন চার যুবক তাদের পথ আটকান। ছিনিয়ে নেওয়া হয় তাদের মোবাইল ফোন। এর পরেই চার যুবকের এক জন ওই কিশোরীকে ধর্ষণ করেন বলে অভিযোগ।

মঙ্গলবার কাপুরবাউরি থানায় অভিযোগ দায়ের করে কিশোরীর পরিবার। তদন্তে নেমে তিন অভিযুক্তকে গ্রেফতার করেছে পুলিশ। ধৃতদের বয়স ২১ থেকে ২৭-এর মধ্যে। তবে পুলিশ সূত্রে খবর, যিনি কিশোরীকে ধর্ষণ করেছিলেন বলে অভিযোগ, সেই চতুর্থ যুবক এখনও অধরা। ওই চার জনের বিরুদ্ধে ভারতীয় ন্যায় সংহিতার অধীনে ধর্ষণ, ডাকাতি ছাড়াও শিশু সুরক্ষা (পকসো) আইনে মামলা দায়ের হয়েছে। চতুর্থ অভিযুক্তের খোঁজে শুরু হয়েছে তল্লাশি অভিযান।

Advertisement

আনন্দবাজার অনলাইন এখন

হোয়াট্‌সঅ্যাপেও

ফলো করুন
অন্য মাধ্যমগুলি:
আরও পড়ুন
Advertisement