Haryana

নির্মাণকর্মীর পরিচয়ে সেনাক্যাম্পে পাকিস্তানের হয়ে চরবৃত্তি, ধৃত ৩

পুলিশ জানিয়েছে, ধৃতদের জেরা করে আর কোনও তথ্য পাওয়া যায় কি না তার চেষ্টা করা হচ্ছে। তারা কাদের সঙ্গে যোগাযোগ রাখছিল, কী কী তথ্য পাচার করেছে সব কিছু জানার চেষ্টা চলছে।

Advertisement

সংবাদ সংস্থা

শেষ আপডেট: ০৩ অগস্ট ২০১৯ ১৫:২৯
Share:

ধৃত তিন জন।

নির্মাণকর্মীর পরিচয়ে পাকিস্তানের হয়ে চরবৃত্তির কাজ চালাচ্ছিল তারা। হরিয়ানার হিসারের সেনা ক্যান্টনমেন্ট থেকে শনিবার এই অভিযোগেই তিন জনকে গ্রেফতার করল পুলিশ।

Advertisement

পুলিশ জানিয়েছে, গত এক সপ্তাহ ধরে হিসারের সেনা ক্যান্টনমেন্টে কাজ করছিল উত্তরপ্রদেশের তিন বাসিন্দা মহতাব, খালিদ এবং রাগিব। ঘনঘন হোয়াটসঅ্যাপ কল থেকেই সন্দেহটা দানা বেঁধেছিল সেনা জওয়ানদের। তার পর থেকেই ওই তিন জনের গতিবিধির উপর নজর রাখছিলেন তাঁরা। অবশেষে চরবৃত্তির বিষয়টি সামনে আসে। তার পরই এ দিন তিন জনকে গ্রেফতার করা হয়। ধৃতদের মোবাইল থেকে ক্যান্টনমেন্টের ছবি, তথ্য উদ্ধার হয়েছে। হোয়াটসঅ্যাপ ও ভয়েস কল থেকে ওই তিন জনের পাক যোগের বিষয়টিও স্পষ্ট বলে দাবি করেছে পুলিশ।

পুলিশ জানিয়েছে, ধৃতদের জেরা করে আর কোনও তথ্য পাওয়া যায় কি না তার চেষ্টা করা হচ্ছে। তারা কাদের সঙ্গে যোগাযোগ রাখছিল, কী কী তথ্য পাচার করেছে সব কিছু জানার চেষ্টা চলছে।

Advertisement

আরও পড়ুন: দুর্ঘটনার সকালেও কালি লেপা ছিল না ট্রাকের নম্বর প্লেট, উন্নাও-কাণ্ডে নয়া তথ্য

আরও পড়ুন: ছত্তীসগঢ়ে পুলিশের গুলিতে হত ৭ মাওবাদী, উদ্ধার প্রচুর অস্ত্র

আনন্দবাজার অনলাইন এখন

হোয়াট্‌সঅ্যাপেও

ফলো করুন
অন্য মাধ্যমগুলি:
আরও পড়ুন
Advertisement