ছবি: পিটিআই।
আজ, সোমবার জার্মানিতে জি-৭ বৈঠকে যোগ দেবেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। এ ছাড়া কয়েকজন রাষ্ট্র নেতার সঙ্গে তাঁর দ্বিপাক্ষিক বৈঠক করার কথা রয়েছে।
এ ছাড়াও আজ নজরে রাখার মতো:
মহারাষ্ট্রের রাজনৈতিক সঙ্কট
রাজনৈতিক সঙ্কট অব্যাহত মহারাষ্ট্রে। বিদ্রোহী শিবসেনা নেতা একনাথ শিন্ডের পক্ষে সমর্থন আরও বাড়ছে। রবিবার এক সেনা বিধায়ক শিন্ডের দলে নাম লেখান। আবার গোপনে বিজেপির সঙ্গে যোগাযোগ চালিয়ে যাচ্ছে শিন্ডে শিবির। এই অবস্থায় উদ্ধব ঠাকরে কত ক্ষণ সরকার টিকিয়ে রাখতে পারেন তা দেখার। অন্য দিকে, বিষয়টি সুপ্রিম কোর্ট অবধি পৌঁছেছে। সেখানে কী হয় আজ তা দেখার।
দুর্গাপুরের উদ্দেশে মমতা
তিনদিনের সফরে আজ দুর্গাপুরের উদ্দেশে রওনা হবেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। দুপুর ১২টা নাগাদ কলকাতা থেকে তাঁর যাওয়ার কথা।
শুভেন্দুকে গ্রেফতারের প্রতিবাদে তৃণমূলের কর্মসূচি
বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী, অসমের মুখ্যমন্ত্রী হিমন্ত বিশ্বশর্মাকে সারদা বা নারদ মামলায় কেন তলব করা হচ্ছে না? এই প্রশ্ন তুলে আজ বিক্ষোভ কর্মসূচি নিয়েছে তৃণমূল। দুপুর ৩টে নাগাদ বিধাননগরের সিজিও কমপ্লেক্সে সিবিআই দফতরের সামনে বিক্ষোভ সমাবেশ করবে তৃণমূল। থাকার কথা কুণাল ঘোষ, বাবুল সুপ্রিয়, সায়নী ঘোষ, তৃণাঙ্কুর ভট্টাচার্যের। এ ছাড়া হলদিয়াতে বিক্ষোভ সমাবেশ রয়েছে। থাকার কথা শিউলি সাহা, মানস ভুঁইয়া, রাজীব বন্দ্যোপাধ্যায়ের। আর কাঁথিতে বিক্ষোভ সমাবেশে হাজির থাকার কথা অখিল গিরির।
মধ্যশিক্ষা পর্ষদের সাংবাদিক সম্মেলন
আজ বিকেল ৩টে নাগাদ ডিরোজিও ভবনে মধ্যশিক্ষা পর্ষদের সাংবাদিক বৈঠক রয়েছে। সেখানে উপস্থিত থাকবেন প্রাক্তন সভাপতি কল্যাণময় গঙ্গোপাধ্যায় ও বর্তমান সভাপতি রামানুজ গঙ্গোপাধ্যায়।
অসমের বন্যা পরিস্থিতি
অসমের শিলচরের বন্যা পরিস্থিতি উদ্বেগজনক। গত কয়েক দিন ধরেই শিলচরের বিস্তীর্ণ এলাকা জলমগ্ন। রবিবার বন্যাপ্রবণ এলাকা পরিদর্শনে যান মুখ্যমন্ত্রী হিমন্তবিশ্ব শর্মা। আজ সেখানকার পরিস্থিতির দিকে নজর থাকবে।
দেশের কোভিড পরিস্থিতি
৪৮ ঘণ্টার মধ্যেই ছ’হাজার কমল দৈনিক করোনা রোগীর সংখ্যা। শুক্রবার দৈনিক করোনা সংক্রমণ ১৭ হাজার ছুঁয়েছিল। রবিবারের কেন্দ্রীয় স্বাস্থ্যমন্ত্রকের দেওয়া হিসেব বলছে গত ২৪ ঘণ্টায় দেশে করোনা আক্রান্ত হয়েছেন ১১ হাজার ৭০৩ জন। এই সংক্রমণের এই হার অনুযায়ী আজ দেশে কত মানুষ করোনা আক্রান্ত হলেন সে দিকে নজর থাকবে। নজর পশ্চিমবঙ্গের দিকেও।
যশবন্তের মনোনয়ন
রাষ্ট্রপতি নির্বাচনের জন্য আজ মনোনয়ন জমা দেবেন বিরোধী প্রার্থী যশবন্ত সিন্হা। এ ছাড়া নির্বাচন নিয়ে সরকার এবং বিরোধীপক্ষের তৎপরতার দিকে আজ নজর থাকবে।
গ্রাফিক: সনৎ সিংহ।
কেমন আছেন তরুণ মজুমদার
এক সপ্তাহের কাছাকাছি হল হাসপাতালে ভর্তি রয়েছেন চিত্রপরিচালক তরুণ মজুমদার। আজ তিনি কেমন থাকেন সে দিকে নজর থাকবে।
আবহাওয়া খবর
বর্ষার প্রভাব দেখা দিতে শুরু করেছে দক্ষিণবঙ্গে। কলকাতা-সহ কয়েকটি জেলায় দিনের বিভিন্ন সময় দফায় দফায় বৃষ্টি হচ্ছে। আবহাওয়া দফতর জানিয়েছে, আজ দক্ষিণবঙ্গের কয়েকটি জেলায় ভারী বৃষ্টি হতে পারে।
ভারত-শ্রীলঙ্কা মহিলাদের টি-টোয়েন্টি
আজ ভারত বনাম শ্রীলঙ্কা মহিলাদের তৃতীয় টি-টোয়েন্টি ম্যাচ রয়েছে। দুপুর ২টো নাগাদ ওই ম্যাচটি শুরু হতে পারে।
উইম্বলডন শুরু
আজ থেকে উইম্বলডন শুরু হচ্ছে। বিকেল সাড়ে ৩টে থেকে শুরু হওয়ার কথা।