HIV Positive

জেলের কুঠুরিতে এডসের থাবা, উত্তরপ্রদেশের বারাবাঁকি জেলের ২৬ কয়েদি এইচআইভি পজিটিভ

বারাবাঁকির ওই জেলে সম্প্রতি এইচআইভি পরীক্ষার আয়োজন করা হয়েছিল। দেখা যায়, ২৬ জন এইচআইভি পজিটিভ। জেলের বাকি কয়েদিদেরও এইচআইভি পরীক্ষা করানো হবে বলে স্বাস্থ্য অধিকর্তা জানিয়েছেন।

Advertisement

সংবাদ সংস্থা

লখনউ শেষ আপডেট: ০৬ সেপ্টেম্বর ২০২২ ১২:৫৯
Share:

জেলের ২৬ জন কয়েদি এইচআইভি পজিটিভ। প্রতীকী ছবি।

জেলের কুঠুরিতে এডসের থাবা। উত্তরপ্রদেশের একটি জেলা সংশোধনাগারে একাধিক কয়েদি এডস আক্রান্ত বলে জানা গিয়েছে। জেলে স্বাস্থ্য দফতরের একটি এইচআইভি পরীক্ষা শিবিরে মোট ২৬ জনের এইচআইভি পজিটিভ ফল আসে। আক্রান্তদের মধ্যে দু‌’জনকে লখনউয়ের সরকারি হাসপাতালে ভর্তি করানো হয়েছে।

Advertisement

উত্তরপ্রদেশের বারাবাঁকি জেলা সংশোধনাগারে গত ১০ অগস্ট থেকে ১ সেপ্টেম্বর পর্যন্ত বসেছিল স্বাস্থ্য দফতরের এইচআইভি পরীক্ষা শিবির। সেখানে কয়েক জন কয়েদির পরীক্ষা করানো হয়। দেখা যায়, ২৬ জন কয়েদি এইচআইভি আক্রান্ত। প্রসঙ্গত, ওই সংশোধনাগারে মোট তিন হাজার তিনশো জন কয়েদি রয়েছে।

সংশোধনাগারের জেলার অলোক শুক্ল জানিয়েছেন, আক্রান্ত ২৬ জনের মধ্যে দু’জনের ‘অ্যান্টি রেট্রোভাইরাল ট্রিটমেন্ট’ চলছে। তাঁদের লখনউয়ের রাম মনোহর লোহিয়া হাসপাতালে ভর্তি করানো হয়েছে।

Advertisement

বারাবাঁকির মুখ্য মেডিক্যাল আধিকারিক অবধেশ যাদব জানিয়েছেন, জেলে মোট তিন হাজার তিনশো জন কয়েদি রয়েছে। তার মধ্যে কয়েক জনের এইচআইভি পরীক্ষা করার পর মোট ২৬ জনের ফল পজিটিভ আসে। এই প্রেক্ষিতে প্রতিটি কয়েদির এইচআইভি পরীক্ষা করানো হবে বলে সিদ্ধান্ত হয়েছে।

আনন্দবাজার অনলাইন এখন

হোয়াট্‌সঅ্যাপেও

ফলো করুন
অন্য মাধ্যমগুলি:
আরও পড়ুন
Advertisement