Taekwondo

বিয়ের প্রস্তাব প্রত্যাখ্যান! তাইকোন্ডো খেলোয়াড়কে গুলি করে খুনের অভিযোগ কোচের বিরুদ্ধে

এই ‘অপরাধে’ ২৫ বছরের মহিলা তাইকোন্ডো খেলোয়াড়কে গুলি করে খুন করার অভিযোগ উঠল তাঁর কোচের বিরুদ্ধে।

Advertisement

সংবাদ সংস্থা

শেষ আপডেট: ১২ নভেম্বর ২০১৯ ১৯:৪৭
Share:

তাইকোন্ডো খেলোয়াড় সরিতাকে খুনের অভিযোগ কোচের বিরুদ্ধে। ছবি ফেসবুক থেকে সংগৃহীত।

বিয়ের প্রস্তাবে রাজি হননি। এই ‘অপরাধে’ ২৫ বছরের মহিলা তাইকোন্ডো খেলোয়াড়কে গুলি করে খুন করার অভিযোগ উঠল তাঁর কোচের বিরুদ্ধে। মঙ্গলবার এই ঘটনাটি ঘটেছে হরিয়ানার গুরুগ্রামের বোহরা খুর্দ গ্রামে।

Advertisement

২৫ বছরের ওই তাইকোন্ডো খেলোয়াড়ের নাম সরিতা। ২০১৩ থেকেই কোচ সম্বিরের সঙ্গে পরিচয় হয় তাঁর। সরিতার পরিবারের অভিযোগ, বেশ কয়েক বছর ধরেই সরিতাকে বিয়ের প্রস্তাব দিচ্ছিলেন কোচ। কিন্তু একাধিক বার তাঁর প্রস্তাব ফিরিয়ে দেন সরিতা। সে জন্যই তাঁকে তাঁর কোচ সম্বিত খুন করেছেন বলে অভিযোগ করেছেন সরিতার পরিবারের লোকজন।

আজ বিকাল চারটে নাগাদ এক যুবক সরিতাকে গুলি চালিয়ে চলে যায় বলে জানতে পেরেছে পুলিশ। এসিপি ক্রাইম প্রীত পাল বলেন, ‘‘অভিযুক্ত কোচের বিরুদ্ধে খুনের অভিযোগ দায়ের হয়েছে। আমরা বিষয়টির তদন্ত করছি। নিহত ওই অভিযুক্তের পূর্ব পরিচিত বলে জানা গিয়েছে।’’ তবে ঘটনার পর থেকেই পলাতক অভিযুক্ত কোচ। তাঁকে খোঁজা হচ্ছে বলে জানিয়েছেন এসিপি।

Advertisement

আরও পড়ুন: প্রকাশ্য রাস্তায় জুতো হাতে মারামারি করছেন দুই পুলিশকর্মী! ভিডিয়ো ভাইরাল

আরও পড়ুন: অবশেষে ধরা পড়ল বেঙ্গালুরুর রাস্তায় ঘুরে বেড়ানো ‘ভূতেরা’

আনন্দবাজার অনলাইন এখন

হোয়াট্‌সঅ্যাপেও

ফলো করুন
অন্য মাধ্যমগুলি:
আরও পড়ুন
Advertisement