Karnataka

‘শান্তিতে’ পাবজি খেলতে মাথা কেটে বাবাকে খুন করল ছেলে!

শুধুমাত্র শান্তিতে পাবজি খেলার জন্য ২৫ বছরের এক যুবক খুন করে ফেলল নিজের বাবাকে!

Advertisement

সংবাদ সংস্থা

শেষ আপডেট: ১১ সেপ্টেম্বর ২০১৯ ১৩:৪৩
Share:

পাবজির প্রতীকী ছবি টুইটার থেকে সংগৃহীত।

পাবজি। অনলাইন এই ভিডিয়ো গেমের জনপ্রিয়তা তুঙ্গে। কমবয়সিদের একটি অংশ রীতিমতো এই গেমে আসক্ত। এই আসক্তির জেরে অদ্ভুত সব ঘটনার খবর প্রায়শই সামনে আসে। কিন্তু এই ঘটনা যেন ছাপিয়ে গেল সব কিছুকে। শুধুমাত্র শান্তিতে পাবজি খেলার জন্য ২৫ বছরের এক যুবক খুন করে ফেলল নিজের বাবাকে!

Advertisement

কর্নাটকের বেলাগাভি জেলায় থাকে ২৫ বছরের যুবক রঘুবীর কম্ভার। তাঁর বাবা শংক্রাপ্পা কম্ভার পুলিশের অবসরপ্রাপ্ত কর্মী। ৬৫ বছরের ওই ব্যক্তি নিজের ছেলেকে পাবজি খেলতে বারণ করতেন। কিন্তু ছেলে রঘুবীর পাবজিতে আসক্ত। এই পাবজির জেরে বাবা ও ছেলের মধ্যে প্রায়শই ঝগড়া লেগেই থাকত।

পাবজি খেলা নিয়ে বাবা-ছেলের ঝগড়া গত রবিবার চরমে পৌঁছয়। সেই সময়ই মাথা ও পা কেটে বাবাকে খুন করে সে। পুলিশের জেরার রঘুবীর জানায়, শান্তিতে পাবজি খেলার জন্যই সে বাবাকে খুন করেছে। রঘুবীরকে গ্রেফতার করেছে পুলিশ।

Advertisement

আরও পড়ুন: স্কুলেই যৌনতায় লিপ্ত শিক্ষক! হাতেনাতে ধরে গণপিটুনি দিল গ্রামবাসীরা

আরও পড়ুন: হেলমেটেই ড্রাইভিং লাইসেন্স থেকে বিমার স্লিপ! জরিমানা থেকে বাঁচতে অভিনব পন্থা

আনন্দবাজার অনলাইন এখন

হোয়াট্‌সঅ্যাপেও

ফলো করুন
অন্য মাধ্যমগুলি:
আরও পড়ুন
Advertisement