UP Crime News

৭৫ বছরের দিদাকে ধর্ষণে অভিযুক্ত ২৫ বছরের নাতি! উত্তরপ্রদেশে দেওয়া হল খুনের হুমকিও, থানায় বৃদ্ধা

উত্তরপ্রদেশের শাহজাহানপুরে দিদাকে ধর্ষণের অভিযোগ নাতির বিরুদ্ধে। ৭৫ বছরের বৃদ্ধা নাতির বিরুদ্ধে পুলিশের দ্বারস্থ হয়েছেন। দায়ের করেছেন লিখিত অভিযোগ। এখনও অভিযুক্ত অধরা।

Advertisement

আনন্দবাজার অনলাইন ডেস্ক

শেষ আপডেট: ০২ নভেম্বর ২০২৪ ১২:৫০
Share:

উত্তরপ্রদেশে বৃদ্ধাকে ধর্ষণের অভিযোগ নাতির বিরুদ্ধে। —প্রতীকী চিত্র।

নিজের দিদাকে ধর্ষণের অভিযোগ উঠল যুবকের বিরুদ্ধে। দিদার বয়স ৭৫ বছর। মদ খেয়ে বাড়িতে ঢুকে ২৫ বছরের নাতি তাঁকে ধর্ষণ করেন বলে অভিযোগ। নাতির নামে থানায় লিখিত অভিযোগ দায়ের করেছেন বৃদ্ধা। তবে অভিযুক্তকে এখনও ধরা যায়নি। তিনি পলাতক।

Advertisement

ঘটনাটি উত্তরপ্রদেশের শাহজাহানপুরের খুটার গ্রামের। পুলিশ সূত্রে জানা গিয়েছে, নিগৃহীতা বৃদ্ধা অভিযুক্তের মায়ের মা। বৃহস্পতিবার রাতে তিনি নিজের বাড়িতে ঘুমোচ্ছিলেন। সেই সময়ে হঠাৎ বাড়িতে ঢোকেন তাঁর নাতি। যুবক নেশাগ্রস্ত অবস্থায় ছিলেন বলে অভিযোগ। বাড়িতে ঢুকেই তিনি বৃদ্ধার উপর ঝাঁপিয়ে পড়েন। তাঁকে ধর্ষণ করা হয়, জানিয়েছেন বৃদ্ধা।

এই ঘটনার কথা কাউকে জানালে বৃদ্ধাকে খুন করে দেবেন, হুমকি দেন যুবক। তার পর তিনি বাড়ি ছেড়ে বেরিয়ে যান। বৃদ্ধা পুলিশকে জানিয়েছেন, সেই রাতেই গোটা ঘটনার কথা তিনি তাঁর মেয়েকে জানান। তার পর থানায় গিয়ে অভিযোগ দায়ের করেন নিজের নাতির বিরুদ্ধে।

Advertisement

বৃদ্ধার অভিযোগের ভিত্তিতে পুলিশ তদন্ত শুরু করেছে। যুবকের বিরুদ্ধে ভারতীয় ন্যায় সংহিতার একাধিক ধারায় মামলা রুজু করা হয়েছে। খাটুরের এসপি মনোজ কুমার অবস্তি বলেন, ‘‘অভিযোগকারী বৃদ্ধাকে হাসপাতালে মেডিক্যাল পরীক্ষার জন্য পাঠানো হয়েছে। ধর্ষণের অভিযোগে এফআইআর দায়ের করেছি আমরা। অভিযুক্ত পলাতক, তাঁর খোঁজে তল্লাশি চলছে।’’

আনন্দবাজার অনলাইন এখন

হোয়াট্‌সঅ্যাপেও

ফলো করুন
অন্য মাধ্যমগুলি:
আরও পড়ুন
Advertisement