Dacoity in Delhi

দিল্লির বুকে ২৫ কোটি টাকার ডাকাতি, গয়নার শোরুমের ছাদ কেটে হিরে, সোনা লুট

শোরুম মালিক জানিয়েছেন, রবিবার দোকান বন্ধ করে গিয়েছিলেন। সোমবার যে হেতু পুরো বাজার বন্ধ থাকে, তাই শোরুমে যাননি।

Advertisement

আনন্দবাজার অনলাইন ডেস্ক

শেষ আপডেট: ২৬ সেপ্টেম্বর ২০২৩ ১৩:৪৩
Share:

প্রতিনিধিত্বমূলক ছবি।

দিল্লিতে দুঃসাহসিক ডাকাতির ঘটনা ঘটল। একটি গয়নার শোরুমের ছাদ কেটে ২০-২৫ কোটি টাকার হিরে এবং সোনার গয়না-সহ নগদ টাকা লুট করেছে দুষ্কৃতীরা। রাজধানীর বুকে এই ডাকাতির ঘটনায় শোরগোল পড়ে গিয়েছে।

Advertisement

পুলিশ সূত্রে খবর, জঙ্গপুরা এলাকার একটি শোরুমে এই ডাকাতি হয়েছে। শোরুমের মালিকের দাবি, নগদ এবং গয়না মিলিয়ে মোট ২০-২৫ কোটি টাকা লুট করেছে দুষ্কৃতীরা। সোমবার জঙ্গপুরা এলাকার ওই বাজার বন্ধ থাকে। প্রত্যেক সপ্তাহের মতো এই সোমবারও বন্ধ ছিল সব দোকান। আর সেই সুযোগ নিয়েই লুটপাট চালায় ডাকাতরা।

শোরুম মালিক জানিয়েছেন, রবিবার দোকান বন্ধ করে গিয়েছিলেন। সোমবার যে হেতু পুরো বাজার বন্ধ থাকে, তাই শোরুমে যাননি। কিন্তু মঙ্গলবার সকালে শোরুম খুলেই দেখেন সব ওলটপালট হয়ে পড়ে রয়েছে। শোরুমে রাখা হিরে এবং সোনার সব গয়না গায়েব। নগদ টাকাও উধাও। এর পরই তাঁর চোখ পড়ে শোরুমের ছাদের দিকে। সে দিকে তাকাতে আঁতকে ওঠেন শোরুমের মালিক। দেখেন শোরুমের ছাদের একাংশ কেটে ফেলা হয়েছে। এর পরই পুলিশে খবর দেওয়া হয়।

Advertisement

ঘটনাস্থল ঘুরে দেখে প্রাথমিক ভাবে পুলিশ মনে করছে, শোরুমের শাটার খুললে কেউ টের পেয়ে যাবে এই আশঙ্কায় ছাদ কেটে ঢোকার পরিকল্পনা করেছিল ডাকাতরা। বাজারের সিসিটিভি ফুটেজ সংগ্রহ করছে পুলিশ। এই ঘটনায় কারা জড়িত, তা খতিয়ে দেখা হচ্ছে বলে তদন্তকারী এক আধিকারিক জানিয়েছেন।

আনন্দবাজার অনলাইন এখন

হোয়াট্‌সঅ্যাপেও

ফলো করুন
অন্য মাধ্যমগুলি:
আরও পড়ুন
Advertisement