Death

বিয়েতে রাজি নন প্রেমিক, অন্তঃসত্ত্বা প্রেমিকা ঠিক করলেন, আর বাঁচবেনই না

প্রথম স্বামীর মৃত্যুর পর দ্বিতীয়বার সম্পর্কে জড়িয়েছিলেন ২৪ বছরের তরুণী। কিন্তু প্রেমিক বিয়ের প্রতিশ্রুতি দিলেও পরে প্রত্যাখ্যান করেন।

Advertisement

সংবাদ সংস্থা

শেষ আপডেট: ২৮ ডিসেম্বর ২০২২ ২০:৪৩
Share:

প্রেমিক তো বটেই প্রেমিকের পরিবারও দুর্ব্যবহার করতে শুরু করেছিল ওই তরুণীর সঙ্গে। প্রতীকী ছবি।

প্রেমিকের প্রত্যাখ্যান সহ্য হয়নি মেয়েটির। মানসিক যন্ত্রণা সহ্য করতে না পেরে শেষে অন্তঃসত্ত্বা অবস্থাতেই আত্মঘাতী হলেন তিনি। মহারাষ্ট্রের পুণের এই ঘটনায় পুলিশ ওই তরুণীর প্রেমিক এবং প্রেমিকের পরিবারের বিরুদ্ধে আত্মহত্যায় প্ররোচনা-সহ একাধিক ধারায় অভিযোগ দায়ের করেছে।

Advertisement

আত্মঘাতী ওই তরুণীর বয়স ২৪। পুলিশ জানিয়েছে, ২০১৮ সালে বিয়ে হয়েছিল তাঁর। কিন্তু ২বছর পরই স্বামীর মৃত্যু হওয়ায় ওই তরুণী তাঁর বাবা-মায়ের কাছে থাকতেন। একটি বেসরকারি সংস্থায় কাজ করতেন তিনি। সেখানেই এক সহকর্মীর সঙ্গে সম্পর্ক ঘনিষ্ঠতায় গড়ায়। পুলিশ জানিয়েছে, ওই সহকর্মীর নাম সংগ্রাম ওরফে পিত্যা বিলাস পানসারে।

পুলিশ প্রাথমিক তদন্তে জেনেছে, পিত্যা ওই তরুণীকে বিয়ের প্রতিশ্রুতি দিয়েছিলেন। কিন্তু প্রেমিকা অন্তঃসত্ত্বা হয়ে পড়েছেন জানার পরই তিনি বলে দেন বিয়ে করতে পারবেন না। তরুণীর পরিবারের অভিযোগ, প্রেমিকের প্রত্যাখ্যান এবং দুর্ব্যবহারে মানসিক ভাবে ভেঙে পড়েছিলেন তাঁদের কন্যা। এর মধ্যেই পিত্যার পরিবারের সদস্যরাও দুর্ব্যবহার করেন তরুণীর সঙ্গে। পুলিশ পিত্যার মা, কাকিমা এবং ভাইয়ের বিরুদ্ধেও অভিযোগ দায়ের করেছে।

Advertisement

আনন্দবাজার অনলাইন এখন

হোয়াট্‌সঅ্যাপেও

ফলো করুন
অন্য মাধ্যমগুলি:
আরও পড়ুন
Advertisement