Delhi

দিল্লির হাসপাতাল থেকে উধাও ২৩ করোনা আক্রান্ত, ‘অনেক জায়গায় ঘটছে এমনই’, বললেন মেয়র

উত্তর দিল্লি পুরসভা পরিচালিত হিন্দু রাও হাসপাতাল দিল্লির সর্ববৃহৎ সরকারি হাসপাতাল। করোনা রোগীদের জন্য এখানে মোট ২৫০টি শয্যা রয়েছে।

Advertisement

সংবাদ সংস্থা

শেষ আপডেট: ০৮ মে ২০২১ ১৮:৫৯
Share:

নয়াদিল্লির হোলি ফ্যামিলি হাসপাতালে ছবি। ছবি: রয়টার্স

হাসপাতাল থেকে উধাও হয়ে যাচ্ছেন করোনা রোগী। জানতেও পারছে না হাসপাতাল কর্তৃপক্ষ। দিল্লিতে এমনই অব্যবস্থার ছবি উঠে আসছে। একটি জাতীয় সংবাদমাধ্যমে প্রকাশিত হয়েছে, গত ১৯ এপ্রিল থেকে ৬ মে-র মধ্যে উত্তর দিল্লির পুরসভা পরিচালিত হিন্দু রাও হাসপাতাল থেকে উধাও হয়ে গিয়েছেন মোট ২৩ জন করোনা আক্রান্ত। তাঁরা কোথায় গিয়েছেন, কেউ জানেন না। প্রশ্ন করা হলে উত্তর দিল্লির মেয়র জয় প্রকাশ বলছেন, ‘‘দিল্লির সরকারি হাসপাতালেও এই ঘটনা ঘটছে।’’

Advertisement

উত্তর দিল্লি পুরসভা পরিচালিত হিন্দু রাও হাসপাতাল দিল্লির সর্ববৃহৎ সরকারি হাসপাতাল। করোনা রোগীদের জন্য এখানে মোট ২৫০টি শয্যা রয়েছে। দিল্লির করোনা অ্যাপে দেখা যাচ্ছে, প্রতিটি শয্যাতেই রোগী রয়েছে। কিন্তু বাস্তবে ২৩টি শয্যা ফাঁকা।

জয় প্রকাশকে এই নিয়ে প্রশ্ন করা হলে তিনি বলেছেন, ‘‘২৩ জন করোনা আক্রান্ত হাসপাতাল কর্তৃপক্ষকে না জানিয়েই হাসপাতাল ছেড়েছেন। হতে পারে, তাঁরা বেসরকারি কোনও হাসপাতালে বেশি সুবিধা পেয়েছেন, সেই কারণে সরকারি হাসপাতাল ছেড়ে দিয়েছেন। তবে চিত্রটা শুধু এখানকার নয়, দিল্লির সরকারি হাসপাতালগুলিতেও একই ঘটনা ঘটছে।’’

Advertisement

আনন্দবাজার অনলাইন এখন

হোয়াট্‌সঅ্যাপেও

ফলো করুন
অন্য মাধ্যমগুলি:
আরও পড়ুন
Advertisement