হাসপাতালের ন’তলায় আগুন লাগে ছবি: টুইটার থেকে।
দিল্লির অল ইন্ডিয়া ইনস্টিটিউট অব মেডিক্যাল সায়েন্সেস (এমস)-এ আগুন লেগেছে। হাসপাতালের ন’তলায় আগুন লাগে। খবর পেয়েই ঘটনাস্থলে পৌঁছয় দমকলের ২২টি ইঞ্জিন।
দমকল সূত্রে খবর, বুধবার রাত ১০টা ৩২ মিনিট নাগাদ তাঁদের কাছে আগুন লাগার খবর আসে। সঙ্গে সঙ্গে ঘটনাস্থলে পৌঁছন দমকল কর্মীরা। তবে আগুন ছড়িয়ে পড়ার আগেই সব রোগীদের সুরক্ষিত অবস্থায় বার করে আনা হয়। তার ফলে হতাহতের কোনও ঘটনা ঘটেনি।
হাসপাতাল সূত্রে খবর, হাসপাতালের কনভারজেন্স ব্লকে আগুন লাগে। এই ব্লকে মূলত ল্যাবরেটরি ও পরীক্ষার সঙ্গে যুক্ত অন্যান্য বিভাগ রয়েছে। দমকল জানিয়েছে, ন’তলায় একটি রেফ্রিজারেটর থেকে শর্ট সার্কিটের মাধ্যমে আগুন লাগে। যদিও ইতিমধ্যেই আগুন নিয়ন্ত্রণে বলে জানিয়েছে দমকল।