Fire News

গাছ কাটতে বাধা দেওয়ায় যুবতীকে জ্যান্ত পুড়িয়ে মারল গ্রামবাসীরা!

শখ করে বাগানে বেশ কিছু গাছ লাগিয়েছিলেন বছর কুড়ির ললিতা। নিয়ম করে তাদের পরিচর্যাও করতেন নিজের হাতেই। হঠাৎ কানে এল এলাকায় রাস্তা হবে। আর সে জন্য তাঁর বাগানের গাছগুলো কেটে ফেলতে হবে।

Advertisement

সংবাদ সংস্থা

শেষ আপডেট: ২৭ মার্চ ২০১৭ ১১:২৭
Share:

প্রতীকী ছবি।

শখ করে বাগানে বেশ কিছু গাছ লাগিয়েছিলেন বছর কুড়ির ললিতা। নিয়ম করে তাদের পরিচর্যাও করতেন নিজের হাতেই। হঠাৎ কানে এল এলাকায় রাস্তা হবে। আর সে জন্য তাঁর বাগানের গাছগুলো কেটে ফেলতে হবে।

Advertisement

কিন্তু, গাছগুলো যে তাঁর ভীষণ প্রিয়। কিছু গ্রামবাসী গাছ কাটতে উদ্যত হলে, বাধা দিয়েছিলেন তিনি। আর সেই প্রতিবাদ করাটাই কাল হল ললিতার। তাঁর গায়ে পেট্রোল ঢেলে তাঁকে জীবন্ত পুড়িয়ে মারা হল। অভিযোগ, চোখের সামনে মেয়েটাকে পুড়তে দেখেও এক বারের জন্যও কেউ এগিয়ে আসেনি।

আরও পড়ুন: এ বার খোদ মন্ত্রীর বাড়িতেই জঙ্গি হামলা!

Advertisement

এমনই মর্মান্তিক ঘটনা ঘটেছে রাজস্থানের জোধপুরে। জেলার এক পুলিশ কর্তা সুরেশ চৌধুরি জানিয়েছেন, রবিবার ললিতা নামে বছর কুড়ির ওই যুবতীর বাগানের গাছ কাটতে এসেছিলেন গ্রামের কয়েক জন। বাধা দেন ললিতা। কুড়ি বছরের একটি মেয়ের প্রতিবাদের চড়া সুর মেনে নিতে পারেনি গ্রামের লোকজন। অভিযোগ, তাঁর গায়ে পেট্রোল ঢেলে আগুন ধরিয়ে দেন তাঁরা। আশঙ্কাজনক অবস্থায় তাঁকে হাসপাতালে নিয়ে যাওয়া হলে সোমবার ভোরে সেখানে মৃত্যু হয় ললিতার। তাঁর দেহ ময়নাতদন্তের জন্য হাসপাতালে পাঠানো হয়েছে। এই ঘটনায় গ্রামের মোড়ল-সহ ১০ জনের বিরুদ্ধে এফআইআর দায়ের করেছে পুলিশ।

আনন্দবাজার অনলাইন এখন

হোয়াট্‌সঅ্যাপেও

ফলো করুন
অন্য মাধ্যমগুলি:
আরও পড়ুন
Advertisement